শাওয়াল ১৪৩৭ || জুলাই ২০১৬

মিজানুর রহমান - তাড়াশ, সিরাজগঞ্জ

৩৭৩৬. প্রশ্ন

 হায়েয অবস্থায় মহিলারা আযানের জবাব দিতে পারবে কি?


উত্তর

মহিলাদের জন্যও আযানের জবাব দেওয়া মুস্তাহাব। তাই হায়েয অবস্থায়ও মহিলারা আযানের জবাব দিবে। এ অবস্থায় আযানের জবাব দিতে কোনো অসুবিধা নেই।

-ফাতাওয়া সিরাজিয়া পৃ. ৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; আদ্দুররুল মুখতার ১/২৯৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন