জুমাদাল উলা ১৪৩৭ || ফেব্রুয়ারি ২০১৬

মুজাহিদ - ওয়েবসাইট থেকে প্রাপ্ত

৩৬০৫. প্রশ্ন

মৃত ব্যক্তির মাগফিরাত উপলক্ষ্যে দুআ অনুষ্ঠান করার পর এর বিনিময়ে টাকা গ্রহণ করা জায়েয আছে কি না?


উত্তর

দুআ স্বতন্ত্র ইবাদত। নুমান ইবনে বশীর রা. বলেনরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেননিশ্চয়ই দুআই হল ইবাদত। -মুসনাদে আহমদহাদীস ১৮৩৫২সুনানে তিরমিযীহাদীস ২৯৬৯

আর ইবাদতের বিনিময় গ্রহণ করা জায়েয নেই। সুতরাং মৃত ব্যক্তির জন্য দুআ করে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা যাবে না।

প্রকাশ থাকে যেমৃতদের জন্য দুআ করা সওয়াবের কাজ। তবে এটি হতে হবে স্বতঃস্ফূর্ত ও বিনিময়হীনভাবে।

-ফাতহুল বারী ১১/৯৭; রদ্দুল মুহতার ৬/৫৫; তানকীহুল ফাতাওয়াল হামীদিয়া ২/১৩৭-১৩৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন