শাওয়াল ১৪৩৬ || আগস্ট ২০১৫

আসিফ - গাজীপুরা, টঙ্গি

৩৪৪৫. প্রশ্ন

মোবাইলে কি কুরআন শোনা যাবে? বাংলা কুরআন ও হাদীসের বাংলা তরজমা মোবাইলে রাখা যাবে কি?

 

 

 

উত্তর

জ্বীমোবাইল ফোনের স্পীকারে কুরআন তিলাওয়াত শোনা যাবে। তবে তিলাওয়াত চলাকালীন সময় পূর্ণ আদব রক্ষা করে মনোযোগের সাথে শুনতে হবে। আর কুরআন মাজীদের তরজমা ও  হাদীস মোবাইল মেমোরিতে সংরক্ষণ করা জায়েয আছে। তবে এগুলো মোবাইলে দৃশ্যমান থাকা অবস্থায় সতর্ক থাকতে হবে যেন এর অসম্মান না হয়।

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন