যিলক্বদ ১৪৩৫ || সেপ্টেম্বর ২০১৪

সাইমুন আমীন - খাগড়াছড়ি

৩১৬৪. প্রশ্ন

আমাদের এক প্রতিবেশী একটি হাতি পালে। গরমের সময় হাতি তার অভ্যাস অনুযায়ী শুঁড় দিয়ে পেট থেকে পানি বের করে তার শরীরের উপর ছুঁড়ে মারে। ফলে অনেক সময় সে পানি কাপড়েও পড়ে। জানার বিষয় হল, ঐ পানি কি পাক, না নাপাক? ঐ পানি কাপড়ে লাগলে তা কি নাপাক হয়ে যাবে?

উত্তর

হাতির পেট থেকে নির্গত ঐ পানি নাপাক। তা কাপড়ে লাগলে নাপাক হয়ে যাবে।

-ফাতাওয়া খানিয়া ১/২১; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮; ইমদাদুল ফাতাওয়া ১/৫৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন