আবু আবদুল্লাহ - গফরগাও, ময়মনসিংহ
৩১৪৬. প্রশ্ন
আমাদের বাসায় মাঝেমধ্যেই ইঁদুরের উপদ্রব দেখা যায়। অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্র ও দামি কাপড়চোপড়ও কেটে ফেলে। তাই আমরা ইঁদুর নিধনের জন্য বিভিন্ন কীটনাশক ওষুধ ব্যবহার করে থাকি। এতে অনেক ইঁদুর মারা যায়। প্রশ্ন হল, এভাবে ইঁদুর মারা কি জায়েয হবে? দয়া করে এ বিষয়ে শরীয়তের বিধান জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
ইঁদুর যেহেতু ঘরবাড়ির আসবাবপত্র নষ্ট করে ফেলে তাই কীটনাশক ওষুধ ব্যবহার করে তা মেরে ফেলা জায়েয।
উল্লেখ্য, ক্ষতিকারক প্রাণীকে মারার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে যা তার জন্য কম কষ্টদায়ক হয় এবং তুলনামূলক সহজ হয়। বিনা প্রয়োজনে অধিক কষ্ট দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে।-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ২৭১৮৯; আলমুহীতুল বুরহানী ৮/৯৪; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/২২৪; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬১; আলবাহরুর রায়েক ৮/২০৪; আদ্দুররুল মুখতার ৬/৭৫২