শাবান-রমযান ১৪৩৫ || জুন-জুলাই ২০১৪

মুহাম্মাদ আমান - শ্যামলী, ঢাকা

৩১২১. প্রশ্ন

আমাদের গ্রামে লক্ষ্য করেছি যে, কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় চিৎ করে শোয়ানো হয় এবং শুধু তার মুখমন্ডলকে কিবলামুখী করা হয়। উক্ত পদ্ধতি কি সুন্নাহসম্মত? যদি না হয় তাহলে সুন্নত নিয়ম কোনটি? জানিয়ে বাধিত করবেন।


উত্তর

মৃত ব্যক্তিকে কবরে রাখার সুন্নত নিয়ম হল, ডান কাতে কিবলামুখী করে শোয়ানো। যেন মুখ ও সীনা কিবলার দিকে থাকে। এজন্য কবর এমনভাবে বানাবে যেন মাইয়্যেতকে সহজেই কিবলামুখী করা যায়। কিন্তু চিৎ করে রেখে শুধু চেহারা কিবলামুখী করে রাখলে সুন্নত আদায় হবে না।

-বাদায়েউস সানায়ে ২/৬৩; সুনানে আবু দাউদ, হাদীস : ২৮৭৫; মাজমূআ রাসাইলে লাখনবী ২/২৬৯; আলমুহীতুল বুরহানী ৩/৯০; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৬৬; আলবাহরুর রায়েক ২/১৯৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন