জুমাদাল আখিরাহ ১৪৩৫ || এপ্রিল ২০১৪

মুহাম্মাদ আবদুলাহ - রাজশাহী

৩০৭৮. প্রশ্ন

এ. কে. ট্রাভেলস কোম্পানির বাসের টিকেট ক্রয়ের পর কোনো কারণে যাত্রার কমপক্ষে ৬ ঘণ্টা আগে টিকেট ফেরত দিলে কর্তৃপক্ষ তা ফেরত নেয়। তবে শতকরা ১০/- টাকা করে কেটে রাখে। জানতে চাই, এভাবে টাকা কেটে রাখা বৈধ কি না?


উত্তর

বাস কর্তৃপক্ষের জন্য বিক্রিত টিকেট  ফেরত না নেওয়ারও অধিকার রয়েছে। তবে ফেরত নিলে টাকা কেটে রাখা যাবে না। অবশ্য টিকেট দেওয়া- নেওয়ার জন্য যা খরচ হয়েছে সার্ভিস চার্জ হিসেবে তা কেটে রাখতে পারবে।

-বাদায়েউস সানায়ে ৪/৫৯৩; আদ্দুররুল মুখতার ৫/১২৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন