মুহাম্মাদ শহিদুল্লাহ - মানিকগঞ্জ
১৮৩৫. প্রশ্ন
আমাদের বাড়িতে একটি পিতলের গ্লাস আছে। আমরা তাতে পানি পান করি। কিছু দিন আগে একটি বইয়ে পেলাম যে, পিতলের পাত্রে পানি পান করা নিষেধ। এরপর থেকে আমি ঐ গ্লাসে পানি পান করি না। এ ব্যাপারে সঠিক মাসআলা জানতে চাই।উত্তর
পিতলের পাত্রে পানাহার করা জায়েয আছে। তাই পিতলের ঐ গ্লাসটি ব্যবহার করতে পারবেন।সহীহ বুখারী ১/৩২; তাবয়ীনুল হাকায়েক ৭/২০