আমি কিস্তিতে দশ লক্ষ টাকার মাল কিনেছি। কিস্তির মেয়াদ পাঁচ বছর। প্রতি বছর দুই লক্ষ টাকা পরিশোধ করতে হবে। কিস্তির পূর্ণ টাকা পরিশোধ করার মতো অর্থ আমার কাছে আছে। তবে আমি ইচ্ছা করেছি, একবারে পরিশোধ না করে কিস্তিতেই পরিশোধ করব। প্রশ্ন হল, এক বছর অতিক্রান্ত হওয়ার পর কিস্তি আদায় করে যে টাকা অবশিষ্ট থাকবে তার সম্পূর্ণটার যাকাত দিতে হবে? নাকি কিস্তির অবশিষ্ট টাকা পরিমাণ বাদ দিয়ে বাকি অংশের যাকাত দিতে হবে?