শাবান-রমযান ১৪৩৪   ||   জুন-জুলাই ২০১৩

বিশেষ ঘোষণা

* বর্তমান সংখ্যাটি শাবান-রমযান/ জুন-জুলাই যৌথসংখ্যা। আগামী সংখ্যাটি হবে শাওয়াল-আগস্ট নিয়মিত সংখ্যা।

* বিভিন্ন মাদরাসা ও মাকতাবার অনুরোধে এ সংখ্যায় বিজ্ঞাপনের পরিমাণ বেড়েছে। তবে এ কারণে পত্রিকার মূল বিষয়বস্ত্তর ক্ষেত্রে যেন হ্রাস ঘটাতে না হয় সেজন্য এ সংখ্যায় ১ ফর্মা (৮ পৃষ্ঠা) কলেবর বাড়ানো হয়েছে। মূল্য অপরিবর্তিত থাকছে।

* এ সংখ্যায় রোযার মাসায়েল সম্পর্কিত লেখাটি আলকাউসার আগস্ট-সেপ্টেম্বর ২০১০ সংখ্যা থেকে পুনঃমুদ্রণকরা হয়েছে। আর ইতিপূর্বে প্রকাশিত রোযা-রমযান বিষয়ক বিভিন্ন লেখার সমন্বিত আয়োজন আলকাউসার অনলাইন সংস্করণে দেওয়া হয়েছে। আগ্রহী পাঠকগণ সেখান থেকে দেখে নিতে পারেন। শাবান বিষয়ক লেখা পড়ার জন্য আলকাউসারের শাবান মাসের পুরনো সংখ্যাগুলো দেখে নেওয়া যায়।

* রমযানে কোনো কোনো গ্রাহক-এজেন্টের ঠিকানা বদল হয়ে থাকে। সেক্ষেত্রে ১৫ রমযানের মধ্যেই সার্কুলেশন বিভাগকে জানানোর অনুরোধ রইল।

* অনিবার্য কারণবশত বর্তমান সংখ্যায় নিয়মিত বিভাগ শিশু-কিশোরমারকাযের দিনরাত ছাপানো সম্ভব হয়নি। সামনে ইনশাআল্লাহ নিয়মিত সব বিভাগ চালু রাখার চেষ্টা থাকবে।

* পাঠকবৃন্দের কাছে রমযানুল মুবারকে মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া, মাসিক আলকাউসার ও সংশ্লিষ্ট সকলের জন্য দুআয়ে খায়রের অনুরোধ রইল।

 

 

 

advertisement