দৃষ্টি আকর্ষণ
‘আপনি যা জানতে চেয়েছেন’ বিভাগে যারা প্রশ্ন পাঠাতে চান তাদের প্রতি কয়েকটি আবেদন :
* একটি প্রশ্নের জন্য পূর্ণ একটি পৃষ্ঠা ব্যবহার করুন।
* আপনার প্রশ্ন স্পষ্ট করে লিখুন এবং সরাসরি ঘটনাই লিখুন।
* এক সংখ্যায় সর্বোচ্চ দুটি প্রশ্ন করুন।
* আপনার উত্তরের জন্য দয়া করে ধৈর্য্যের সাথে অপেক্ষা করুন।
* আপনার একান্ত ব্যক্তিগত মাসআলা দারুল ইফতায় সরাসরি এসে, ফেরত খামসহ চিঠির মাধ্যমে অথবা নির্ধারিত সময় ফোন করে জেনে নিন।
* পত্রিকায় এমন সব মাসআলা ছাপা হয়, যা সর্বসাধারণের জন্য উপকারী। তাই আলকাউসারে ছাপার জন্য এ ধরনের প্রশ্নই প্রেরণ করুন।
* প্রশ্নের সাথে অবশ্যই আপনার মোবাইল/ফোন নাম্বার দিন এবং পূর্ণ ঠিকানা লিখুন।
ফোনে মাসআলা জানার সময়
হযরত মুফতী আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ দামাত বারাকাতুহুম
মোবাইল : ০১৭১১-৫২২৩৭৯
সময় : রাত ৮টা থেকে ১০টা
হযরত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক দামাত বারাকাতুহুম
মোবাইল : ০১৭১২-৮৪১৮৪৭
সময় : বেলা ১১টা থেকে ১২ টা (শুক্রবার ছাড়া)
মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া সাহেব
মোবাইল : ০১৭১১-৯৬১৩৭৪
সময় : বাদ আসর থেকে ইশা পর্যন্ত।