সফর ১৪৩৪   ||   জানুয়ারি ২০১৩

প্রফেসর হযরতের সাথে আমেরিকা সফর-৪

মুহাম্মাদ আদম আলী

(পূর্ব প্রকাশিতের পর)

আসরের নামাযের পর মারকায মসজিদে প্রফেসর হযরত মঈন ভাইকে বাইআত করে নিলেন। তারপর কিছু নসিহত করলেন। আমাকে দেশে গিয়ে মাওলানা আশরাফ আলী থানবী (রহমাতুল্লাহি আলাইহি)-এর ‘‘কসদুস সাবীল’’ বইটার কপি পাঠাতে বললেন। আমি পরে পাঠিয়েছিলাম। এক সুযোগে আমি মঈন ভাইকে বললাম, ‘‘আপনি কত বুযুর্গের খেদমত করেছেন। হযরতের কাছে বাইআত হলেন কেন?’’ তিনি বললেন, ‘‘হযরতকে আমার ব্যতিক্রম মনে হয়েছে। তার তাক্বওয়া-পরহেযগারী আমার খুব ভাল লেগেছে। তিনি সুন্নাতের পুরোপুরি অনুসরণ করেন। ফলে তার দিকেই আমার মন ধাবিত হয়েছে।’’

হযরতের মতো ব্যক্তিত্বের তুলনা মেলা ভার। সৌন্দর্যের স্পর্শ যে পেয়েছে, সে সেখানেই জীবন শুদ্ধির ঠিকানা গাড়ার চেষ্টা করেছে। সুযোগ কোথায়! তবে সবার সে সৌভাগ্য হয় না। তার হয়েছে। হযরতকে এক সফরে চেনা সহজ নয়। তার কাজের হেকমত বোঝা কঠিন। যারা তাকে চেনে না, তারা সবর করতে পারে না। সেরকম একটা ঘটনা বলি।

২০০৭ সাল। হজ্বের সফর। হযরতের সাথে অনেক নতুন সাথী। আমিও আছি। আমরা মোট উনচল্লিশ জন। এর মধ্যে বুয়েটের অনেক শিক্ষক আছেন। নেভীর কয়েকজন অফিসারও আছেন। আমরা মিনায়। যিলহজ্ব মাসের নয় তারিখ। সকাল হয়ে গেছে। আরাফায় যেতে হবে। মুআল্লেমরা অনেক আগে থেকেই ডাকছে। শুরুতে বাসে উঠতে অনেক কষ্ট। প্রচন্ড ভিড় হয়। মহিলাদের জন্য সেটা এক ভয়ানক অবস্থা। এজন্য হযরত একটু দেরি করেই তাবু থেকে বের হন। সেদিনও তাই করলেন। সকাল দশটার দিকে সবাইকে নিয়ে মূল রাস্তায় এসে দাঁড়ালেন। কয়েকটা বাস হাজী বোঝাই করে ছেড়ে গেল। সেগুলোতে উঠার সুযোগ ছিল না। আর কোন বাসও দেখা যাচ্ছে না। আশেপাশের হাজীরা সব চলে গেছে। আমরাই রয়ে গেছি মনে হচ্ছে। আমাদের অনেকে তখনই হযরতের উপর গোস্বা হয়ে গেল। কানাঘুষা শুরু করে দিল। হযরত সবাইকে আশ্বস্ত করলেন। তাকে যারা চিনেন, তারা কোন কথা বললেন না। অনেকে তার কথা শুনল না। এদিক-সেদিক ছুটোছুটি করা শুরু করে দিল। এক সময় একজন পুলিশকে পাওয়া গেল। তাকে আমাদের দুর্দশার কথা বলা হল। সে তখন ওয়্যারলেস সেটে বিভিন্ন জায়গায় যোগাযোগ করল। একটু পরে দুটো ট্রাক এল। আমাদের সবাইকে তাতে উঠতে বলা হল। হযরত উঠতে নিষেধ করলেন। বেলা বাড়ছে। পুলিশ কড়া গলায় বলল, ‘‘তোমরা যদি ট্রাকে করে না যাও, তাহলে আরাফায় পৌঁছতে পারবে না। হজ্ব মিস করবে। আমরা আর কোন বাস দিতে পারবো না।’’ হযরত বললেন, ‘‘আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আমরা সম্মানিত মহিলাদেরকে ট্রাকে করে নেব না।’’ আমাদের কাফেলার কিছু লোক সবর করতে পারলো না। তারা ট্রাকে উঠে পড়ল। যারা রয়ে গেল, তাদের অনেকে বুড়ো মানুষটার দিকে কড়মড় করে তাকিয়ে থাকল। পুলিশও না পেরে একসময় চলে গেল।

আমি হযরতের সাথে। একটু পর পর জায়নামায বিছিয়ে দিচ্ছি। হযরত নামায পড়ছেন। দোয়া করছেন। দুপুর হয়ে যাচ্ছে। আমার অন্তরে কোন ভয় নেই। টেনশন নেই। আল্লাহ ঠিকই ব্যবস্থা করে দিবেন। দিলেনও। হঠাৎ সূর্য ঊঠার মত দুটো বাস এল। আধুনিক এসি বাস। মাত্র পনের মিনিটে আমরা আরাফায় পৌঁছে গেলাম। এক অবিশ্বাস্য জার্নি। এত কম সময়ে মিনা থেকে আরাফায় কখনো পৌঁছতে পারিনি। তারপর ড্রাইভার সাহেব আমাদেরকে আরাফার মাঠের এক কোণায় আরবদের তাবুতে নিয়ে গেল। সেখানে আস্ত খাসি আর দুম্বা দিয়ে আমরা দুপুরের খাবার খেয়েছি। সত্যিকার আল্লাহওয়ালার সাথে থাকতে পারা একটা সৌভাগ্য।

পাসপোর্ট হারানোর ঘটনা

এদেশে এক শহর থেকে গাড়ি ভাড়া করে আরেক শহরে গিয়ে ফেরত দেওয়া যায়। যিনি ভাড়া নিবেন, তাকেই ড্রাইভ করতে হয়। ড্রাইভারসহ ভাড়া অনেক। সেটা সাধারণত এখানে কেউ করে না। মঈন ভাইয়ের গাড়ি ছাড়ার আগে গতকালই আমরা একটা সিডান গাড়ি ভাড়া করেছি। বাফেলো থেকে নায়াগ্রা হয়ে মিশিগান এয়ারপোর্টে গিয়ে আমরা সেটা ফেরত দেব। গাড়ি চালাবেন নেওয়ায আমীন সাহেব। তিনি আটলান্টায় ছিলেন সতের বছর। কয়েক বছর হল বাংলাদেশে গিয়েছেন। এবার এসে ড্রাইভিং লাইসেন্সটা আপডেট করেছেন। আমার ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের। সেটা দিয়ে আমেরিকায় গাড়ি চালানোর সুযোগ নেই। বাংলাদেশী গাড়ি চালকরা অনেক দক্ষ। এটা আমেরিকানরা জানে না। যদি জানতো, তাহলে হয়তো সবাইকে এমনিতেই অনুমতি দিত।

ভাড়া করা গাড়িতে আমরা পরদিন সকালে নায়াগ্রা পৌঁছলাম। এখানে ইকোনোলজ (ঊপড়হড়খড়ফমব) নামে এক হোটেলে উঠলাম। হোটেলটা নায়াগ্রা জলপ্রপাতের খুব কাছে। গাড়িতে মাত্র কয়েক মিনিট লাগে যেতে।

হোটেলে আমাদের জন্য একটা রুম আগেই ঠিক করে রেখেছিলেন . মুজিব স্যার। হোটেলের পরিবেশটা ভাল লাগল। ভাললাগা বেশিক্ষণ থাকল না। হোটেলের রুমে ঢুকে টের পাই যে, আমি আমার একটা হ্যান্ডব্যাগ ফেলে এসেছি বাফেলোর মেজবান মাওলানা মুকীত সাহেবের বাসায়। সেই ব্যাগে আমার আর হযরতের পাসপোর্ট! মুহূর্তে ভয়ানক অস্থিরতা পেয়ে বসল আমাকে! সব আনন্দ মিলিয়ে গেল। হযরতের একটা বিখ্যাত কথা আমার সবসময়ই মনে পড়ে। সেটা হল, ‘‘যে নিজের সামান ঠিক রাখতে পারে না, সে আরেকজনের খেদমত কিভাবে করবে?’’ এজন্য হযরতকে কিছু জানাতে সাহস হল না।

কিছুই হয়নি এমন একটা ভাব করে থাকলাম। আমি কথা বলছি, হাসছি। কিন্তু ভেতরে অস্থিরতার ঝড় বয়ে চলেছে। খুব স্বাভাবিকভাবে হযরতের সাথে আরও ঘন্টা দুয়েক সময় কাটালাম। এক সুযোগে তাঁকে হোটেলে রেখে আমি বাইরে বের হলাম। নেওয়ায আমীন সাহেবকে পুরো ঘটনা বললাম। আলহামদুলিল্লাহ, তিনি গাড়ি চালিয়ে যেতে রাজি হলেন। তার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমরা বাফেলো রওনা হয়ে গেলাম। রওনা হওয়ার সময় মুজিব স্যার ভাবলেন আমরা শপিংএ যাচ্ছি। এজন্য মুচ্কি হাসছিলেন। আমার কথা শুনে তার হাসির রেখাটা মিলিয়ে গেল। হযরতকে না জানানোর শর্তে তাকে ব্যাপারটা জানালাম। তিনি পুরো সফরে ব্যাপারে কাউকে কিছু বলেননি।

নায়াগ্রা থেকে বাফেলো। পঁচিশ মিনিটের দূরত্ব। দেশের সবাই আইন মেনে চলে। রাস্তায় বের হলে এটা নজরে পড়ে বেশি। বাংলাদেশে ট্রাফিক সিগন্যাল কেউ মানতে চায় না। পুলিশ না থাকলে যেমন ইচ্ছা গাড়ি চলে। এদেশে সে সমস্যা নেই। আমাদের দেশের মত রাস্তার মোড়ে মোড়ে পুলিশও থাকে না। ভিডিও ক্যামেরা লাগানো আছে। ট্রাফিক আইন না মেনে গাড়ি নিয়ে চলে যাওয়া যায় ঠিকই। তবে শেষ রক্ষা হয় না। ছবিসহ জরিমানার চিঠি পৌঁছে যায় বাসায়। জরিমানা না দিয়ে উপায় নেই। আমরা খুব সহজেই বাফেলো পৌঁছে গেলাম। বাসাটা খুঁজে পেতে একটু সময় লাগল। বাফেলোতে অনেকগুলো বড় বড় গীর্জা আছে। বসতি কমে গেলে গীর্জাগুলোরও কোন ব্যবহার থাকে না। খালি পড়ে থাকে বছরের পর বছর। মুসলমানরা এই সুযোগে সেরকম একটা বড় গীর্জাকে মসজিদ বানিয়েছে। মসজিদের নাম মনে নেই। জায়গাটা মনে আছে ঠিকই। আমরা সেখানে গতকাল এশার নামায পড়েছিলাম। সেটা দেখে বাসা বের করতে কষ্ট হয়নি। আমি আমার ব্যাগ যেখানে রেখে এসেছিলাম, সেখানেই পেলাম। চরম এক টেনশনের সমাপ্তি হল।

কি যে ভয় পেয়েছিলাম আমি! হযরতকে পুরো সফরে ঘটনাটা জানাইনি। দেশে এসে হযরত আমার কাছ থেকেই ঘটনাটা শুনেছেন। সেটাও একটা ঘটনা। প্রফেসর . লুৎফুল কবীর সাহেব (দামাত বারাকাতুহুম)-এর বুয়েটের বাসায় প্রতি মঙ্গলবার একটা দ্বীনি মাহফিল হয়। সেই মাহফিলে একদিন হযরতের সাথে আমিও ছিলাম। সেখানে আমেরিকার অভিজ্ঞতার কথা বলার জন্য তিনি আমাকে হুকুম করেন। তখন হযরতের সামেনই এই ঘটনাটা বলেছি। হযরত শুনে অনেকক্ষণ হেসেছেন।

(চলবে ইনশাআল্লাহ)

 

 

 

advertisement