মুহাররম-১৪৩৪   ||   ডিসেম্বর-২০১২

এলান

 অনিবার্য কারণবশত এ সংখ্যায় ‘শিক্ষার্থীদের পাতা’ ছাপা হলো না। এবং বিগত কয়েক সংখ্যায় এ বিভাগের ‘শিক্ষা পরামর্শ’ ছাপা হয়নি।

‘শিক্ষা পরামর্শ’ বিভাগে তালিবুল ইলম ভাইদের অনেক প্রশ্ন জমাও আছে আমরা মাজেরাত করছি।

আগামী এক দুই সংখ্যায় ইনশাআল্লাহ এই বিভাগে প্রবন্ধ নিবন্ধের পরিবর্তে শুধু ঐ প্রশ্নগুলোর জওয়াব ছাপা হবে। এবং আগামীতেও যথা সময়ে শিক্ষা পরামর্শ প্রকাশ করতে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। আমরা পাঠকবৃন্দের দোয়া চাই।

-বিভাগীয় সম্পাদক

 

advertisement