গায়রত
সে জিজ্ঞাসা করল, কেন কী হয়েছে? তারা বলল, এখন তো রাজার পক্ষ থেকে নির্দেশ এসে গেছে, সৈনিকদের কেউ দাড়ি রাখতে পারবে না। এজন্য আমরা সবাই দাড়ি কামিয়ে ফেলেছি।
তখন সেই দাড়ি কামিয়ে ফেলা সৈনিক বলল, আরে মিয়া, এতদিন আমি যে দাড়ি কামিয়েছি আর খোদার নাফরমানী করেছি সেটি করেছি নিজের রিপুর তাড়নায়, কিন্তু এখন যেহেতু খোদার এক অবাধ্য কাফের দাড়ি কামানোর হুকুম দিয়েছে তাই দাড়ি কামানো আত্মমর্যাদা হানিকর কাজ। তারা তাকে বলল, যদি দাড়ি রাখ তাহলে সৈনিকদল থেকে তোমাকে বরখাস- করে দেওয়া হবে। তখন সে বলল, আল্লাহ রিযিকদাতা। তিনি অন্য কোনো পথ নিশ্চয়ই খুলে দিবেন।
এটা হল ঈমানী শক্তি ও ইসলামী আবেগ। এটাকে বলা হয় ইসলামের প্রেরণা ও গায়রত। কিন্তু আজ মুসলমানরা নিজেরাই দুর্বলতা ও নতজানু হওয়ার পথ ধরেছে। তারই ফল আজ চারদিকে প্রকাশ হচ্ছে।-ইরশাদাতে হাকীমুল উম্মত রাহ. পৃ. ৭০৪