দুআয়ে মাগফিরাতের আবেদন
গত ৯ এপ্রিল ২০১২, রোজ সোমবার, শায়খুল হাদীস আল্লামা আবদুল হাই পাহাড়পুরী দামাত বারাকাতুহুম-এর আববা প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আখতারুজ্জামান পাহাড়পুরী
ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় একশ বছর।
তিনি শায়খুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহ.সহ তৎকালীন মাশায়েখে দেওবন্দের শাগরিদ ছিলেন।
বড়কাটারা মাদরাসায় চার-পাঁচ বছর শিক্ষকতার পর দীর্ঘ প্রায় পঁয়ষট্টি বছর পাহাড়পুরের ইমদাদুল উলূম মাদরাসার যিম্মাদার হিসেবে দ্বীনের খিদমত করেছেন। আলকাউসারের আগামী কোনো সংখ্যায় তাঁর উপর একটি প্রবন্ধ প্রকাশিত হবে ইনশাআল্লাহ।
গত ১৯ এপ্রিল বৃহস্পতিবার জামিয়াতুল উলূমিল ইসলামিয়া করাচীর উস্তাদ মাওলানা আতাউর রহমান ছাহেব ইসলামাবাদে বিমান দুর্ঘটনায় ইন্তিকাল করেছেন। মাওলানা একজন যোগ্য আলেমে দ্বীন, আদর্শ শিক্ষক ও সংগঠক ছিলেন। পুরো জীবন দ্বীনের কাজে নিয়োজিত ছিলেন। আল্লাহ রাববুল আলামীন তাঁদেরকে মাগফিরাত নসীব করুন এবং জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমীন।