রবিউল আখির ১৪৩২   ||   মার্চ-২০১১

যানজটে কী করব

ইবনে যামান

যানজট ব্যস্ততম ঢাকা নগরীর অন্যতম প্রধান সমস্যা। এর কারণে দৈনিক অসংখ্য মানুষের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে থাকে। এ সময় কোনো কাজে মনোযোগ দেওয়াও কঠিন। বিরক্তিকর পরিস্থিতি কাটানোর জন্য যটে আটকে থাকা অনেককে অনেক ধরনের বিনোদনমূলক বিষয় অবলম্বন করতে দেখা যায়। কেউ কেউ কানো ইয়ার ফোন দিয়ে মোবাইল গান শুনতে থাকে।  কেউ কেউ আবার সশব্দে গান শোনতে গিয়ে অন্যের বিরক্তি সৃষ্টি করে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি গুনাহও হয়।

তাই এ সময়টুকু কাজে লাগানোর ক্ষেত্রে একটু ভিন্ন উদ্যোগ নিতে পারি। কারণ আমরা তো আখিরাতে বিশ্বাস করি এবং আখিরাতের প্রস্ত্ততি অপরিহার্য মনে করি। তাই এ সময়টা গুনাহর কাজে ব্যয় না করে আল্লাহর যিকিরে কাটাতে পারি। বিশেষ করে ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করা যায়। হাদীস শরীফে আছে, যে নিয়মিত ইস্তিগফার  করে আল্লাহ তাআলা তাকে সকল সমস্যা ও দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেন এবং এমন উপায়ে রিযিক দান করেন, যা ছিল তার কল্পনার অতীত। আল্লাহ আমাদের তাওফীক দান করুন।    

 

 

advertisement