শাওয়াল ১৪৪৬   ||   এপ্রিল ২০২৫

খবর... অতঃপর...

জাতীয়

r গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে : নাহিদ ইসলাম

নির্বাচনকে আমরা একটা সংস্কারের প্রক্রিয়া হিসেবেই দেখি সংস্কার ছাড়া কোনো নির্বাচন কাজে দেবে না

নয়া দিগন্ত, ১৫ মার্চ ২০২৫

r নাহিদকে ফারুক : সংসদে যান সেখানেই হবে মূল সংস্কার

জুলাই আন্দোলনকে হাজার হাজার মানুষ সহায়তা করেছে শুধুমাত্র একটি কারণে, সেটি হলো নির্বাচন শেখ হাসিনা যে নির্বাচন শব্দটি বাংলাদেশ থেকে মুছে দিয়েছে, সেই নির্বাচনের জন্য জীবন দিয়েছে সাঈদ-মুগ্ধরা

নয়া দিগন্ত, ১৫ মার্চ ২০২৫

l সংস্কার কোথায় হবে সে বিতর্কের আগে এটার ওপর ঐকমত্য দরকার, সংবিধানের অনেকগুলো বিষয় সংস্কারযোগ্য বিএনপির উচিত বড় দল হিসেবে এক্ষেত্রে এগিয়ে আসা সংস্কারে ভয় না পেয়ে তাদের ইতিবাচক মানসিকতা দেখানো দরকার এবং জনআকাক্সক্ষা অনুযায়ী যেসকল সংস্কার হওয়া উচিত, সেগুলোতে তাদের সম্মতি ও কার্যকর করার ক্ষেত্রে তৎপরতা দেখানো দরকার আর নাহিদ সাহেবরাও শুধু তাদের ইচ্ছামতো সংস্কার করে ফেলবেন এমন মানসিকতা পরিহার করা দরকার সংবিধান সংস্কার কমিশন যে সুপারিশগুলো দিয়েছে, সেগুলোতে জনআকাক্সক্ষার কতটুকু প্রতিফলিত হয়েছে, তাও অবশ্যই বিবেচনায় আনা উচিত একথা মনে রাখতে হবে, সংবিধান জনগণের জন্য, জনগণ সংবিধানের জন্য নয় তাই সংস্কার বিষয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক চিন্তা বা মতামত জনগণের ওপর চাপিয়ে দেওয়া যেমন উচিত নয়, তেমনি প্রয়োজনীয় সংস্কারকে পাশ কাটানোর চেষ্টাও বাস্তবসম্মত মানসিকতা নয়

 

r এখনো আস্থা ফেরেনি বিচার বিভাগে

আমার দেশ, ১৫ মার্চ ২০২৫

এটা তো খুবই স্বাভাবিক দেশের বিচারব্যবস্থায় কোনো আমূল পরিবর্তন তো ঘটেনি আস্থা ফিরবে কীভাবে? ফ্যাসিবাদী হাসিনা বিদায়ের পর তার খাস দোসর কিছু বিচারক পদত্যাগে বাধ্য হলেও বিচারব্যবস্থাটি তো পুুরোনোই রয়ে গেছে সেই পুরোনো বিচারব্যবস্থা এবং এর সাথে জড়িত একশ্রেণির দুষ্ট লোকদের রেখে কীভাবে জনগণের আস্থা ফেরানো যাবে?

 

r জাতিসংঘের গোলটেবিল বৈঠক কেন, আমি বুঝিনি : মির্জা ফখরুল

আমার দেশ, ১৫ মার্চ ২০২৫

l ফখরুল সাহেবরা ক্ষমতায় যাওয়ার নেশায় এখন এতই বিভোর হয়ে আছেন যে, এখন আর তাদের কাছে গোলটেবিল বা ঐকমত্য ভালো লাগে না কবে ক্ষমতার মসনদে গিয়ে বসবেন, সেটি এখন তাদের মুখ্য চিন্তা

 

প্রতিবেশী রাষ্ট্র

r দুদেশের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ভারতীয়-আমেরিকানরা

আমার দেশ, ১২ মার্চ ২০২৫

l আমরা তো আগেই বলেছিলাম, মোদি এবং ভারতের হিন্দুত্ববাদী দলের লোকেরা যেভাবে ট্রাম্পের ক্ষমতায় আসার পর উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছে, তা বরং তাদের জন্য বুমেরাং হতে পারে এখন ট্রাম্পের বন্ধু নরেন্দ্র মোদি নিশ্চয় আসল মজা টের পাচ্ছেন এটি তো মাত্র শুরু ডোনাল্ড ট্রাম্প যে নীতিতে অগ্রসর হচ্ছেন, তা চলতে থাকলে ভারতীয়দের কপালে আরও অনেক কিছুই ঘটবে, যা তারা চিন্তাও করেনি

 

r হোলির আগে ঢেকে দেয়া হবে ১০ মসজিদ

আগামী ১৪ মার্চের হোলি শোভাযাত্রার পথে অবস্থিত ১০টি মসজিদ, যার মধ্যে ঐতিহাসিক জামে মসজিদও রয়েছে, প্লাস্টিক শিট এবং ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হবে

নয়া দিগন্ত, ১৩ মার্চ ২০২৫

l সংবিধানে ও মুখে ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ালেও ভারতে যে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও নির্যাতন অব্যাহতভাবেই হিন্দুত্ববাদী বিজেপি সরকার ও তার প্রধান নরেন্দ্র মোদি চালিয়ে যাচ্ছে, এগুলো তারই ধারাবাহিকতা

 

r এবার ঈদ শপিংয়ে ভারত যাচ্ছেন না বাংলাদেশিরা, মাথায় হাত কলকাতার ব্যবসায়ীদের

আমার দেশ, ১৪ মার্চ ২০২৫

l শুধু মাথায় হাত না ভারতে শপিংপ্রেমিরা একটু ধৈর্য ধরলে কিছুদিন পর দাদা বাবুদের বুকেও হাত পড়বে তখন আদর করে ডেকে নিতে দিশা পাবে না

 

r বাংলাদেশের মাধ্যমে টেলিফোন কল মনিটরিংয়ের প্রস্তাব ভারতীয় গোয়েন্দাদের

আমার দেশ, ১৬ মার্চ ২০২৫

l হাসিনা শুধু টেলিফোনে আড়ি পাতার দায়িত্বই ভারতকে দেননি; ভারত চাইলে তিনি এ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতেও রাজি হয়ে যেতেন তার শাসনামলে তিনি শুধু ভারতকে দিয়েই গেছেন; আনতে পারেননি কিছু ভারত দিয়েছে শুধু সীমান্ত হত্যা, যৌথ নদীগুলো নিয়ন্ত্রণ করে কখনো বন্যা, কখনো খরার মতো বিষয়গুলো সুতরাং হাসিনা এমন কিছু করতে বা বলতে পারেন এতে আশ্চর্য হওয়ার কিছু নেই

 

আন্তর্জাতিক

r ইসলামবিদ্বেষের উদ্বেগজনক বৃদ্ধিতে বিশ্বব্যাপী পদক্ষেপ নেয়ার আহ্বান জাতিসঙ্ঘ প্রধানের

গাজায় ইসরাইলের ১৭ মাসব্যাপী যুদ্ধ শুরুর পর থেকে জাতিসঙ্ঘ ও বিশ্বজুড়ে অধিকার গোষ্ঠীগুলো ইসলামবিদ্বেষ, আরব-বিরোধী পক্ষপাত ও ইহুদি-বিদ্বেষ বৃদ্ধির কথা উল্লেখ করেছে

নয়া দিগন্ত, ১৫ মার্চ ২০২৫

l কথা তো সুন্দর এবং আহ্বানও যথার্থ ও সময়োপযোগী কিন্তু শুধু মুখের কথা কি কাজ হবে? যেসব দেশ ইসলামবিদ্বেষ ও ইসলাম ভীতিতে তৎপর রয়েছে, তারাও তো জাতিসংঘের সদস্য সুতরাং মহাসচিব সাহেব শুধু মুখে বক্তব্য না দিয়ে যদি তার ফোরাম থেকে এ বিষয়ে যথাযথ ও কার্যকর তৎপরতা চালাতে পারেন, তবেই সেটি সার্থক হতে পারে

গ্রন্থনা : ওয়ালিউল্লাহ খান

 

 

advertisement