শাওয়াল ১৪৪৬   ||   এপ্রিল ২০২৫

আদর্শ ও ঐতিহ্যের ওপর মজবুত থাকার চেষ্টা করি

মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক

الحمد لله وسلام على عباده الذين اصطفى، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، وآخر أنبيائه ورسله، صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد:

শিক্ষাবর্ষের শুরু উপলক্ষে এবার তালিবে ইলম ভাইদের খেদমতে একটি কথাই আরজ করতে চাচ্ছি আর তা হল, আমরা যেন আমাদের কওমী মাদরাসার এবং আমাদের আকাবির ও আসলাফের আদর্শ ও ঐতিহ্যগুলো ধরে রাখতে পারি

আমরা তালিবুল ইলম আমাদের সবচেয়ে বড় ঐতিহ্য, আমরা শুধু

علم بمعنی دانستن

-এর তালিবুল ইলম নই; বরং আমরা

طالب العلم والفقه والعمل والدعوة.

আমাদের মাদরাসা শুধু দরসগাহ নয়; বরং তা তরবিয়তগাহ-ও বটে এখানে ফিকিরের তরবিয়ত, আদাবের তরবিয়ত এবং আখলাকের তরবিয়ত সমান গুরুত্ব পায়

 

এ দরসগাহের মুতাআল্লিমদের শিআর

 ۔ عقائد کی درستگی اور ایمان میں رسوخ؛ عقائد کے بارے میں ادنی تساہل اور کسی قسم کی مصالحت کو روا نہ رکھنا۔

۔ ایثار الدار الآخرۃ علی الدنیا۔

۔ ایثار الحق علی الخلق

یعنیحق کو سارے تعلقات سے مقدم رکھنا۔

۔ التمسک بمسلک اہل السنۃ والجماعۃ۔

۔ حب الظہور والاظہار سے نفرت۔

بلفظ دیگر : شہرت پسندی اور راحت پسندی سے دوری۔

۔ ماضی سے جوڑے رہنے کا اہتمام۔

ملت کے ساتھ رابطہ استوار رکھ

پیوستہ رہ شجر سے، امید بہار رکھ

۔ اکابر زمان کی قدردانی اور اساتذہ کا ادب وتواضع۔

۔ سطحیت سے دوری اور تفقہ و بصیرت حاصل  کرنے کا اہتمام۔

۔ موانع علم سے دور رہنا۔

০১۔  اپنے ادارے کی قدردانی اور اساتذہ و معلمین سے والہانہ تعلق اور محبت۔

১১۔ لا یعنی سے پرہیز اور وَ لَا تَقْفُ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ پر مضبوطی سے عمل۔

এখন যা দেখছি, এসব শিআর যেন আমাদের কাছে ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলছে আকীদার মজবুতি ও মাসলাকের দৃঢ়তা কারো দৃষ্টিতে গৌণ হয়ে যাচ্ছে কওমী মাদরাসার ছাত্র জামায়েতী, এতাআতী, সালাফী, গায়রে মুকাল্লিদ, মানহাজী বা বেদআতী হওয়া এটাই তো অবিশ্বাস্য অথচ এখন অল্প পরিমাণে হলেও তাদের কাউকে একেবারে ঈমান-বিধ্বংসী কুফর ও ইলহাদ এবং শিরক ও ইবাহিয়্যাতের আস্তানাতেও দেখা যায়

কেন হচ্ছে আমাদের এই দুর্দশা? ইলমের সাতহিয়্যাত, তাফাক্কুহ ফিদ দ্বীনের অভাব এবং তাকওয়া ও খাশইয়াতের কমি এগুলোই তো মূল কারণ তাই এগুলোর এলাজের প্রতি গুরুত্বের সাথে যত্নবান হই

موانع علم থেকে দূরে থাকি বিশেষ করে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করা, কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়া বা যে কোনো তানযীমে যুক্ত হওয়া তালিবে ইলমীর যামানায় এগুলো زہر قاتل (প্রাণসংহারক বিষ) কাজেই এগুলো থেকে দূরে থাকি বা-খবর আলেম ও বা-খবর দাঈ হতে হলে তালিবে ইলমীর যামানায় একটু বেখবর থাকার চেষ্টা করি

چشم بند ولب بند وگوش بند

گر نہ بینی نور حق بر ما بخند

মনে রাখবেন, আমাদের এই ইলমের মধ্যে ইখলাস ও লিল্লাহিয়্যাত এবং ইত্তিবায়ে সুন্নত সবচেয়ে বেশি গুরুত্ব রাখে এখানে সনদ (সার্টিফিকেট)-এর গুরুত্ব নেই এখানে গুরুত্ব হল ‘সনদ’ হওয়ার ইচ্ছায়-অনিচ্ছায় সনদের স্বীকৃতির যে বিষয়ে আমরা জড়িয়ে পড়েছি, তা যেন কখনো আমাদেরকে ইখলাস ও লিল্লাহিয়্যাত, ঈসারে আখেরাত এবং ইনাবাত ইলাল্লাহ থেকে গাফেল না করে এই মুহাসাবা আমাদের জারি রাখা জরুরি

আদর্শ ও ঐতিহ্যের বিষয়ে বলার অনেক কিছু আছে আপাতত মূল বার্তাটাই পেশ করলাম আল্লাহ হায়াতে রাখলে অন্য কোনো অবসরে আরও বিস্তারিত বলার ইচ্ছা থাকল

وآخرُ دعوانا أنِ الحمدُ للهِ ربِّ العالمينَ.

বান্দা মুহাম্মাদ আবদুল মালেক

১০ রমযানুল মুবারক ১৪৪৬ হি.

ليلة الثلاثاء

 

 

 

advertisement