ইতিহাসে লেখা থাকবে
ইতিহাসে লেখা থাকবে, চরম বিপদের দিনে গাজা একাই লড়ে গিয়েছে। অথচ চারপাশে ছিল অস্ত্রসস্ত্রে সজ্জিত ২১টি আরব দেশ। গাজার সহায়তার জন্য তারা একটুও নড়েনি।
ইতিহাসে লেখা থাকবে, আরব আমিরাতের দুই জন স্বেচ্ছাসেবী ‘ম্যাগেন ডেভিড অ্যাডম’-এর সঙ্গে যোগ দিয়েছে- আহত ইহুদীদের চিকিৎসা সহায়তা দিতে। যখন ইহুদী রাষ্ট্রটি গুড়িয়ে চলেছে গাজার একেকটি হাসপাতাল।
ইতিহাসে আরো লেখা থাকবে, গাজাবাসীর খাদ্য, ওষুধ ও পানির তীব্র প্রয়োজন ছিল, অথচ গোটা আরব বিশ্ব মিলে ত্রাণের একটি ট্রাকও পাঠাতে পারেনি।
ইতিহাসে এও লেখা থাকবে, ১৭ বছর ধরে অবরুদ্ধ ছোট্ট ভূখণ্ড গাজা এমন একটি বাহিনীকে পরাজিত করেছে, যাদেরকে আরবের ২১টি দেশের বাহিনী ভয় করে।
ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, গাজা উম্মতের আগামীর পথ এঁকে দিয়েছে, সাধ্যের সবটুকু নিয়ে নিজ কর্তব্যে অটল থেকেছে। দখলদার ও তার সহযোগীদের সামনে ভেঙে পড়েনি। যে সময়ে মুসলিম বিশ্বের তথাকথিত নেতারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হামাগুড়ি দিচ্ছিল।
হে মহাপরাক্রমশালী আল্লাহ, তোমার কুদরতে, শুধু তোমার কুদরতে ফিলিস্তিন ও আলআকসাকে স্বাধীন করো। গাজার ভাইদের তুমি সাহায্য করো। আমীন ইয়া রাব্বাল আলামীন।