দুআয়ে মাগফিরাতের আবেদন
গত ১৫ মুহাররম ’৩২ হি., মোতাবেক ২২ ডিসেম্বর ’১০, বুধবার বেলা এগারোটার দিকে মাওলায়ে কারীমের সান্নিধ্যে চলে গেলেন হাটহাজারী মাদরাসার মুহতারাম উস্তাদ হাফেয মাওলানা মুহাম্মাদ শহীদুল্লাহ ছাহেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন! তিনি দীর্ঘদিন সুনামের সাথে হাটহাজারী মাদরাসায় শিক্ষকতা করেছেন। তিনি চার পুত্র ও চার কন্যা রেখে গেছেন। আল্লাহ রাববুল আলামীন তাদের হেফাযত করুন।
মাগরিবের নামাযের পর মাদরাসা-মাঠে তাঁর জানাযার নামায অনুষ্ঠিত হয়েছে। ইমামতি করেছেন হাটহাজারী মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশের সভাপতি হযরত মাওলানা আহমদ শফী ছাহেব দামাত বারাকাতুহুম।
জানাযা শেষে মাদরারার নতুন মসজিদের পশ্চিম পার্শ্বে ‘মাকবারায়ে আহমদিয়াতে’ তাঁকে সমাহিত করা হয়েছে। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সকলকে সবর করার তাওফীক দান করুন আমীন।