সফর ১৪৪৫   ||   সেপ্টেম্বর ২০২৩

দলীল জেনে নিন
বিপদ-আপদে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’

আল্লাহ তাআলা কুরআন কারীমে ধৈর্যশীল মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন-

الَّذِيْنَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ قَالُوْۤا اِنَّا لِلهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ.

যারা তাদের কোনো মুসিবত দেখা দিলে বলে ওঠে- ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’- আমরা সকলে আল্লাহরই এবং আমাদেরকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। -সূরা বাকারা (০২) :  ১৫৬

আমরা অনেকে মনে করি, কারও মৃত্যুসংবাদ শুনলেই কেবল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবলতে হয়। আসলে বিষয়টি এমন নয়; বরং আয়াতের পূর্বাপর এবং বাচনভঙ্গি থেকে এটাই প্রতীয়মান হয় যে, ধৈর্যশীলদের উচিত যে কোনো বিপদ-আপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবলা। তাছাড়া দুআটির মর্ম তো হল, আল্লাহ-অভিমুখী হওয়া।

মুমিন তো সামান্য থেকে সামান্য পেরেশানীতেও আল্লাহ-অভিমুখী হবে। যেকোনো বিপদে মহান রবের কাছেই ধরনা দেবে। এজন্যই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু আনহুম যে কোনো মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনপড়তেন।

উপরন্তু এ সকল ধৈর্যশীল বান্দাদের জন্য পুরস্কারের ঘোষণাএসেছে-

اُولٰٓىِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَ رَحْمَةٌ ۫ وَ اُولٰٓىِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ.

তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রশান্তি ও রহমত। আর তারাই তো হেদায়েতপ্রাপ্ত। -সূরা বাকারা (০২) : ১৫৭ 

 

 

advertisement