যিলকদ ১৪৪৪   ||   জুন ২০২৩

একটি ভুল উচ্চারণ
এশারের নামায

রাতে আমরা যে নামায আদায় করি তাকে বলে এশার নামায। অরবীতে শব্দটি عِشَاءٌবাংলা উচ্চারণে ইশা বা এশা। এর সাথে নামায শব্দ যোগ করলে দাঁড়ায় এশার নামায (দুই শব্দের মাঝে ’—এর মাধ্যমে সংযোগ ঘটানো এশা+র+নামায= এশার নামায।)

কিন্তু কিছু মানুষকে বলতে শোনা যায় এশারের নামায। এটি ভুল উচ্চারণ। তারা হয়তো এশার নামায শব্দবন্ধ থেকে এশার শব্দকে আলাদা শব্দ ধরে তার সাথে ’—এর মাধ্যমে নামায শব্দ যোগ করেছে (এশার+র+নামায) ফলে এশার নামাযের পরিবর্তে দাঁড়িয়েছে এশারের নামায।

যাইহোক, সঠিক উচ্চারণ হল এশার নামায; এশারের নামায উচ্চারণ করা ভুল।

 

 

advertisement