একটি ভুল আমল
জবাই করার আগেই কুরবানীর পশুর চামড়া বিক্রি করে দেওয়া
অনেক সময় চামড়াক্রেতাদের পীড়াপীড়িতে কুরবানীদাতারা পশু জবাইয়ের আগেই চামড়া বিক্রি করে ফেলে; এমনকি মূল্যও নিয়ে নেয়। এমনটি করা নাজায়েয।
চামড়া ছেলার আগে তা বিক্রিযোগ্য হয় না। তাই এ কাজ থেকে বিরত থাকতে হবে।
প্রয়োজনে জবাইয়ের আগে বিক্রির ওয়াদা করা যেতে পারে, বিক্রি করা যাবে না। (দ্র. ফাতাওয়া আলমগীরী ৩/১২৮; আদ্দুররুল মুখতার ৫/৬৩)