যিলকদ ১৪৪৪   ||   জুন ২০২৩

একটি ভুল ধারণা
কুরবানীর গোশত তিন ভাগে বণ্টন না করলে কি কুরবানী হবে না!

কুরবানীর গোশত বণ্টনের ক্ষেত্রে উত্তম হল, তিন ভাগ করে এক অংশ সদকা করা, এক অংশ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গরীব প্রতিবেশীকে দেওয়া। আর এক অংশ নিজের জন্য রাখা। 

এটি একটি মুস্তাহাব ও উত্তম আমল; ওয়াজিব ও আবশ্যকীয় নয়। কিন্তু অনেক মানুষ মনে করে, কুরবানীর গোশত তিন ভাগে বণ্টন করা জরুরি এবং এতে সামান্য ত্রুটি করলেও কুরবানী হবে না। সাথে এটাও মনে করে, এ বণ্টন হতে হবে মেপে মেপে। এ তিন ভাগ ওজনে সমান হতে হবে, কোনো কমবেশি চলবে না।

স্পষ্ট কথা যে, এমন ধারণা ঠিক নয়।

 

 

advertisement