ইতিহাসের ছিন্ন পাতা
এখনো অনেক কাজ বাকী
বাংলাদেশে ইমামে রাব্বানী ফকীহুল উম্মত হযরত আল্লামা রশিদ আহমদ গঙ্গুহী রহ.-এর খলীফাগণের পৃষ্ঠপোষকতায় ব্যাপক ভিত্তিক দ্বীনী মাদরাসা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়েছে। বাংলা ভাষাভাষীগণ তাঁদের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিতভাবে অবগত নন। বাংলাদেশে ইমামে রাব্বানী আল্লামা মুফতী রশিদ আহমদ গঙ্গুহী রহ.-এর ৭ জন খলীফা ছিলেন। তাঁরা হলেন-
১. মাওলানা মুখলেছুর রহমান রহ. ডুলুকুল, সাতকানিয়া, চট্টগ্রাম
২. হযরত মাওলানা রমিজ আহমদ রহ. হাইলধর, আনোয়ারা, চট্টগ্রাম
৩. হযরত মাওলানা জমির উদ্দীন রহ. সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম। প্রাক্তন পৃষ্ঠপোষক ও মুহাদ্দিস দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম।
৪. হযরত মাওলানা কারী মো. ইবরাহীম রহ. উজানী, চাঁদপুর।
৫. হযরত অমাওলানা আব্দল বারী বাঙ্গালী রহ.।
৬. হযরত মাওলানা আব্দুল লতীফ বাঙ্গালী রহ.।
৭. হযরত মাওলানা কাজী মুয়াজ্জেম হোসাইন রহ. মিরেরশরাই, চট্টগ্রাম।
মাওলানা মুফতী আজিজুল হক সাহেব রহ. গঙ্গুহী সিলসিলার এক বড় পীরে কামেল ছিলেন। হযরত মাওলানা শাহ জমির উদ্দীন সাহেব রহ.-এর ফয়েজ ও বরকত যা হযরত আল্লামা রশিদ আহমদ গঙ্গুহী রহ.-এর উত্তরাধিকার, মুফতী আজিজুল হক রহ.-এর দ্বারা ব্যাপক বিকাশ হয়েছে এ দেশে। বাংলাদেশে গঙ্গুহী সিলসিলার পীর মাশায়েখগণ বিরাট খেদমত আঞ্জাম দিয়েছেন। বিশেষভাবে আল্লামা শাহ জমির উদ্দীন রহ.-এর সিলসিলা ও হযরত কারী ইব্রাহীম উজানী রহ.-এর আধ্যাত্মিক সিলসিলার সাথে দেশের কোটি কোটি মানুষ সম্পৃক্ত। কিন্তু এর কোনো বিস্তারিত পরিসংখ্যান নেই। চেষ্টা করলে তা বের করা যায়। তা কোনো কঠিন ব্যাপারও নয়।
হযরত মাওলানা জমির উদ্দীন সাহেবের রহ. মুরিদ খলীফাগণ হাটহাজারী, পটিয়া, নানুপুর, বাবুনগর মাদারাসা হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে রয়েছে। তাঁদের শত বছরব্যাপী দ্বীনী খেদমতের একটা ইতিহাস রচিত হতে পারে, হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে একটি পিএইচডি করা যায়। সংশ্লিষ্টগণ এ ব্যাপারে এগিয়ে আসতে পারেন। দারুল উলুম দেওবন্দ এর সাবেক শায়খুল হাদীস ও সদরুল মুদাররেসীন কুতুবে আলম শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহ. ছিলেন ইমামে রাব্বানী হযরত আল্লামা মুফতী রশিদ আহমদ গঙ্গুহী রহ.-এর বিশিষ্ট খলীফা। বাংলাদেশে হযরত শায়খুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহ.-এর হাজার হাজার শাগরিদ ও মুরিদ রয়েছেন। ৫০ জন খলীফা ছিলেন। চল্লিশজন খলীফা ইন্তেকাল করেছেন। বর্তমানে বাংলাদেশে শায়খুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহ. ১০ জন খলীফা জীবিত আছেন। তাঁরাও ইসলামের বিরাট খেদমত আঞ্জাম দিয়েছেন।
শতাধিক বছরব্যাপী তাদের খেদমতের উপরও একটা বই হতে পারে।
বাংলাদেশে হযরত মাদানীর জীবিত খলীফাগণের নাম
১. হযরত আল্লামা মুফতী আহমদুল হক সাহেব। প্রধান মুফতী ও মুহাদ্দেস হাটহাজারী মাদরাসা, চট্টগ্রাম।
২. শায়খে তরীকত হযরত মাওলানা আব্দুস সাত্তার শাহ সাহেব। ফতেপুর, মদনহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
৩. হযরত মাওলানা শাহ আহমদ শফী সাহেব, মুহতামিম ও শায়খুল হাদীস হাটহাজারী মাদরাসা ও সভাপতি বাংলাদেশ কওমী মাদরাসা বোর্ড।
৪. শায়খুল হাদীস মাওলানা আব্দুল মুমিন সাহেব, মুহতামিম ইমামবাড়ি মাদরাসা হবিগঞ্জ।
৫. হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মুহতামিম ধুলিয়া হোসাইনিয়া মাদরাসা, হবিগঞ্জ।
৬. হযরত মাওলানা আব্দুল হক সাহেব গাজিনগর, সুনামগঞ্জ।
৭. হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব
গনুই, হবিগঞ্জ।
৮. হযরত মাওলানা মুহা. নোমান সাহেব আলন্দপাড়া, পটিয়া, চট্টগ্রাম।
৯. হযরত মাওলানা আবদুল হালিম সাহেব চরম্বা, লোহাগড়া, চট্টগ্রাম।
১০. হযরত মাওলানা আলী আমারাদ সাহেব বড় মসজিদ পটুয়াখালী।
ইমামে রাব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহ.-এর বিশিষ্ট খলীফা ছিলেন হযরত আল্লামা খলিল আহমদ সাহারানপুরী রহ.। আর আল্লামা খলিল আহমদ সাহারানপুরী-এর খলীফা ছিলের হযরত মাওলানা জফর আহমদ উসমানী রহ.। মাওলানা জফর আহমদ উসমানী রহ.-এর বিশিষ্ট খলীফা ছিলেন মুজাহিদে আজম মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.।
বাংলাদেশে আল্লামা জফর আহমদ উসমানী রহ. মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. প্রমুখের দ্বীনী খেদমত ও অবদান বিরাট। এ খেদমত ও অবদানের কোনো ইতিহাস রচিত হয়নি। হলে তা থেকে অনেক কিছু পথ নিদের্শনা পাওয়া যেত।
ধীরে ধীরে কিছু কাজ হচ্ছে। অতীতেও হয়েছে। এখন দরকার সম্মিলিত একটি পূর্ণাঙ্গ ইতিহাস। যারা নতুন করে ইতিহাস লিখবেন তারা নিম্নোক্ত গ্রন্থ থেকে উপাদান সংগ্রহ করতে পারেন।
১. মাশায়েখে চাটগ্রাম (চট্টগ্রাম)।
২. হায়াতে আতহার (কিশোরগঞ্জ)।
৩. তাযকিরায়ে জমীর (চট্টগ্রাম)।
৪. তাযকিরায়ে আজিজ (চট্টগ্রাম)।
৫. হাদীসের তত্ত্ব ও ইতিহাস (ঢাকা)।
৬. স্মারক গ্রন্থ মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. (ঢাকা)।
৭. স্মারক গ্রন্থ হযরত হাফেজ্জী হুজুর রহ. (ঢাকা)।
৮. তাযকিরায়ে মুখলেছ (হাটহাজারী)।
৯. হাটহাজারী মাদরাসার ইতিহাস (হাটহাজারী)।
১০. আমরা যাদের উত্তরসূরী (ঢাকা)।
১১. হায়াতে মুফতীয়ে আজম (হাটহাজারী)।
১২. স্মারক গ্রন্থ আল্লামা শাহ আব্দুল আজিজ রহ. (হাটহাজারী)।
১৩. খতীবে আজম মাওলানা সিদ্দিক আহমদ রহ. (চট্টগ্রাম)।
১৪. দশ সেরা আরবীবিদ (ইসলামিক ফাউন্ডেশন ঢাকা)।
১৫. ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহ. (ইসলামিক ফাউন্ডেশন ঢাকা)।
১৬. হায়াতে হারুন বাবুনগরী রহ. (চট্টগ্রাম)।
১৭. মাওলানা শামসুল হক ফরিদপুরীর জীবনী (-মাওলানা আব্দুর রাজ্জাক লিখিত)।
১৮. হাফেজ্জী হুজুরের জীবনী (-মাওলানা আব্দুল হক লিখিত)।
১৯. হায়ায়ে শায়খে জোজিয়ার জীবনী (সিলেট)।
২০. মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরী রহ.-এর জীবনী (চট্টগ্রাম)।
২১. বাংলাদেশে হাদীস চর্চা কয়েকজন মুহাদ্দিস (পটিয়া)।
২২. আল্লামা আহমদ প্রকাশ ইমাম সাহেবের স্মারক গ্রন্থ (পটিয়া)।
২৩. মোমেনশাহী উলামা মাশায়েখ।
২৪. আল্লামা আব্দুল হাসান যশোহরী রহ. (-মুফতী আব্দুল্লাহ লিখিত)।
২৫. লালবাগ মাদরাসার বার্ষিক স্মরণিকা।
২৬. মাসিক মদীনার বিভিন্ন সংখ্যা।
২৭. মাসিক আর রশীদের বিভিন্ন সংখ্যা।
২৮. সাপ্তাহিক জমিয়ত-এর বিভিন্ন সংখ্যা।
২৯. দৈনিক ইনকিলাব-এর বিভিন্ন সংখ্যা।