রজব ১৪২৮   ||   আগস্ট ২০০৭

কুসংস্কার
রাতে সুঁই বিক্রি করা কি অশুভ

দুতিন দিন আগের ঘটনা। ঢাকা শহরের কথা। আমাদের এক দোস্ত রাতে দোকানে গিয়েছিলেন সুঁই কিনতে। দোকানে একজন তরুণ ও একজন বৃদ্ধ ছিলেন। সুঁই আছে কি না জিজ্ঞাসা করা হলে তরুণ ছেলেটি ইতস্তত করতে লাগল এবং বৃদ্ধের দিকে তাকিয়ে বলতে লাগল, সুঁই চাচ্ছে, এখন কি সুঁই দেওয়া যাবে? আল্লাহর শোকর বৃদ্ধ মানুষটি বললেন, কেন, অসুবিধা কী? রাতে সুঁই বিক্রি করা যাবে না- এগুলো হল সব কুসংস্কার।

আল্লাহ তাআলাই ভালো জানেন, এসব ধারণা আমাদের সমাজে কীভাবে সৃষ্টি হয়েছে! এগুলো মানুষের মনে এমনই বদ্ধমূল হয়েছে যে, তারা এগুলোকে এক ধরনের আকীদাবানিয়ে নিয়েছে। পরিতাপের বিষয় এই যে, ইসলামী বিশুদ্ধ আকীদাগুলোর উল্লেখযোগ্য প্রভাব তাদের দৈনন্দিন জীবনে দেখা না গেলেও এই সব আকীদার বেশ গভীর প্রভাব তাদের কাজকর্মে পরিলক্ষিত হয়!

এ ধরনের অলীক ধারণার কোনো সীমা-সংখ্যা নেই। আমার ধারণা ছিল যে, শিক্ষিত ও সচেতন মানুষ এ জাতীয় ধারণার বশবর্তী হন না, কিন্তু উপরোক্ত ঘটনা থেকে বোঝা যাচ্ছে, শহরের অনেক শিক্ষিত মানুষও এজাতীয় অলীক ধারণা পোষণ করে থাকেন।

তাই এ জাতীয় বিষয়গুলোও আলোচনায় আসা উচিত, যদিও এগুলোর মধ্যে অধিকাংশই হল বিভিন্ন অঞ্চল ভিত্তিক কুসংস্কার, যা শুধু ওই অঞ্চলের লোকদের মধ্যেই পাওয়া যায়, অন্য অঞ্চলের লোকদের মধ্যে পাওয়া যায় না। আবার কিছু কুসংস্কার আছে যা বিশেষ শ্রেণীর লোকদের মধ্যে পাওয়া যায়, অন্য শ্রেণীর মধ্যে পাওয়া যায় না।

 

 

advertisement