আরেকটি ভুল আমল
শরীকে কুরবানীর ক্ষেত্রে ওজন করা ছাড়া অনুমান করে গোশত বণ্টন করা
অনেক মানুষই শরীকে কুরবানী করেন। সাতজন, ছয়জন বা পাঁচজন এভাবে মিলে শরীকে একটি গরু কুরবানী করেন। কিন্তু বণ্টনের সময় দেখা যায় ওজন করে বণ্টন না করে অনুমানভিত্তিক বণ্টন করেন। অনেকে আবার ওজন করে বণ্টন করাকে অপছন্দ করেন। বলেন, সামান্য একটু কম-বেশি হলে তেমন আর কী সমস্যা! এটি একটি ভুল আমল।
শরীকে কুরবানীর ক্ষেত্রে প্রত্যেক শরীকের প্রাপ্য অংশ ওজন করে বণ্টন করা জরুরি; অনুমানভিত্তিক বণ্টন জায়েয নয়। কারণ এটি অন্যের হকের সাথে সম্পৃক্ত বিষয়। অন্যের হক যথাযথ বুঝিয়ে দেওয়া জরুরি; কম-বেশি করা জায়েয নয়।