একটি ভুল আমল
কুরবানীর পশুর চর্বি বিক্রি করা
অনেক এলাকায় দেখা যায়, কুরবানীর কয়েকদিন পর ফেরিওয়ালারা বাড়ি বাড়ি গিয়ে কুরবানীর পশুর চর্বি ক্রয় করে। মানুষও না বোঝার কারণে নিজ কুরবানীর পশুর চর্বি তাদের কাছে বিক্রয় করে। এটি জায়েয নয়। কুরবানীর পশুর গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা নিষেধ। কেউ যদি বিক্রি করে ফেলে তাহলে এর পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। (দ্র. ইলাউস সুনান ১৭/২৫৯; বাদায়েউস সানায়ে ৪/২২৫; আলমগীরী ৫/৩০১)
জেনে রাখা দরকার, মূল্য সদকার নিয়ত না থাকলে কুরবানীর পশুর গোশত, চর্বি, খুর ইত্যাদি কোনো কিছু বিক্রি করাই জায়েয নেই। এজন্যই তো যারা কুরবানীর পশুর চামড়া বিক্রি করেন তারা মূল্য সদকার নিয়তেই বিক্রি করেন এবং এর পূর্ণ মূল্যই সদকা করে দেন; নিজেরা খরচ করেন না।