একটি ভুল মাসআলা
জায়নামাজের দুআ
মক্তবের ‘কাওয়াদে বোগদাদী’তে জায়নামাজের দুআ শিরোনামে নিম্নোক্ত দুআটি লেখা রয়েছে,
إني وجهت وجهي ...
এই দুআ সম্পর্কে অনেকের এই ধারণা রয়েছে যে, জায়নামাজে দাড়ানোর পর তাকবীরে তাহরীমা বলার আগে দুআটি পড়তে হয় এবং তা পড়া সুন্নত বা নফল।
এটি একটি প্রসিদ্ধ ভুল মাসআলা। হাদীস শরীফে জায়নামাজের দুআ নামে কোনো দুআ নেই। কোনো নির্ভরযোগ্য ফিকহ-ফতোয়ার কিতাবেও এই মাসআলা লেখা নেই যে, তাকবীরে তাহরীমার আগে এই দুআ পড়তে হবে ; বরং ফিকহে হানাফীর প্রসিদ্ধ কিতাব ‘হিদায়া’তে লেখা আছে যে, তাকবীরে তাহরীমার পূর্বে এই দুআ পড়বে না।
তাকবীরে তাহরীমার পরে প্রথম কাজ হল ছানা পড়া। হাদীস শরীফে বিভিন্ন ছানা এসেছে। এগুলোর মধ্যে “সুবহানাকাল্লাহুম্মা” ছানাটিই বেশ প্রসিদ্ধ এবং একাধিক সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। তবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তাহাজ্জুদ নামাযে ছানা হিসেবে
وجهت وجهي للذي فطر السموات والأرض ...
দুআটি পড়তেন। সহীহ মুসলিম [হাদীস নং ৭৭১] এবং অন্যান্য রেওয়ায়াত থেকেও বিষয়টি জানা যায়। তাহলে বোঝা গেল, উপরোক্ত দুআ তাকবীরে তাহরীমার আগে নয়; বরং তাকবীরে তাহরীমার পরে পড়ার দুআ আর তাও মাঝে মধ্যে, তাহাজ্জুদ নামাযে।