সাধনাশক্তি ও রূহানীশক্তি
একবার সাহারানপুরে হিন্দু-মুসলিম বিতর্ক সভা অনুষ্ঠিত হচ্ছিল। জনৈক হিন্দু সন্ন্যাসী সেখানে মুসলিম তার্কিকের বিরুদ্ধে সাধনাশক্তি ব্যবহার করার ফলে তিনি বক্তব্য উপস্থাপনে জড়তা বোধ করছিলেন। সভায় মাওলানা খলীল আহমদ রহ. উপস্থিত ছিলেন। তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি পাল্টা তাওয়াজ্জুহ দিলেন এবং স্বীয় আধ্যাত্মিক শক্তি নিবদ্ধ করলেন। তখন হিন্দু ঘাবড়ে গিয়ে সভাস্থল ত্যাগ করল। আর সঙ্গে সঙ্গে মুসলিম তার্কিকের বাকজড়তা দূর হয়ে গেল। -মাওলানা মুহা. ইলিয়াস ও তাঁর দ্বীনী দাওয়াত ১৫৬