আলোকিত মানুষ গড়তে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রয়োজন
বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘প্রাণহীন শিক্ষা দিয়ে জাতির উন্নতি সম্ভব নয়। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, প্রাণহীন শিক্ষার কারণে আজ সমাজের মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে। তাই প্রয়োজন শিক্ষার কারিকুলাম বদলানো। এতে করে হাজারো সমস্যার সমাধান হতে পারে। তা না হলে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও আলোকিত মানুষ হওয়া যাবে না। আলোকিত মানুষ গড়তে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা দিতে হবে।’
শুক্রবার সন্ধ্যায় রোটারি ক্লাব অব হবিগঞ্জের ২০ তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি নজরুলইসলাম এসব কথা বলেন।
(দৈনিক আমার দেশ, ১০ অক্টোবর ’১০)