জুমাদাল আখিরাহ ১৪৪৪   ||   জানুয়ারি ২০২৩

অরেকটি ভিত্তিহীন কাহিনী
তওবার কারণে মদ পরিণত হল দুধে

তওবার ফযীলত ও মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে কাউকে কাউকে নিম্নোক্ত কাহিনীটি বলতে শোনা যায়।

এক ব্যক্তি মদ পান করছিল। হঠাৎ উমর রা.-কে দেখে মদের বোতল বগলের নিচে লুকিয়ে ফেলে এবং মনে মনে আল্লাহর কাছে তওবা করে- আর কখনো মদ পান করবে না।

উমরা রা. তাকে ডাকলেন, বললেন, তোমার বগলের নিচে ওটা কী- বের কর। সে যখন তা বের করল দেখা গেল মদ দুধে পরিণত হয়ে গেছে।

এটি একটি ভিত্তিহীন কাহিনী। নির্ভরযোগ্য কোনো সূত্রে তা পাওয়া যায় না; সুতরাং আমরা তা বলব না।

 

 

advertisement