সফর ১৪৪৪   ||   সেপ্টেম্বর ২০২২

আলকাউসার এখন ৫৬ পৃষ্ঠা
এখন থেকে পত্রিকার শুভেচ্ছামূল্য ৩০ টাকা

সম্মানিত পাঠক, গ্রাহক-এজেন্ট ও শুভাকাঙ্ক্ষী!

আল্লাহ তাআলা আলকাউসারের সঙ্গে আমাদের সকলের পথচলা আরো সুন্দর ও উপকারী করুন।

আপনারা অবগত আছেন যে, একটি নির্ভরযোগ্য সাময়িকী হিসাবে চলতে গিয়ে বিভিন্ন যৌক্তিক কারণে আলকাউসারকে খরচ করতে হয় তূলনামূলক অনেক বেশি।

সম্প্রতি কাগজের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় গত জুন ২০২২ সংখ্যায় আপনাদের মতামত ও পরামর্শ কামনা করা হয়েছিল। তখন বলা হয়েছিল, ‘বর্তমান বাজারে কাগজের মূল্য আগের চেয়ে ৩০ শতাংশ বেড়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, কাগজের মূল্য আগের চেয়ে ৬০ শতাংশ বেড়েছে এবং পত্রিকা ছাপতে কর্তৃপক্ষকে আরো বেশি ভর্তুকি গুনতে হচ্ছে। সাথে পত্রিকার অন্যান্য খরচও বেড়েছে অনেক। ফলে কর্তৃপক্ষ মূল্য বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে।

অন্যদিকে কিছুদিন থেকে আলকাউসারের কলেবর বৃদ্ধিরও প্রস্তাব করছিলেন অনেক পাঠক ও শুভানুধ্যায়ী। সব মিলিয়ে মশওয়ারাক্রমে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, চলতি সংখ্যা (সেপ্টেম্বর ২০২২) থেকে আলকাউসার-এর পৃষ্ঠা সংখ্যা হবে (৪৮+৮=) ৫৬। খুচরা শুভেচ্ছামূল্য হবে ৩০ (ত্রিশ) টাকা।

পূর্বের গ্রাহকগণকে সেপ্টেম্বর ২২ থেকে প্রদত্ত চাঁদা সমন্বয় করে নেয়ার অনুরোধ করা হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করুন। আশা করি সম্মানিত গ্রাহক/এজেন্টগণ তাঁদের অব্যাহত সমর্থন ও সহযোগিতা চলমান রাখবেন। -সম্পাদক

* গ্রাহক-এজেন্টগণ যার যার বিস্তারিত মূল্যতালিকা দেখে নিন নিচের লিংকে-

 

গ্রাহক ও এজেন্ট হওয়ার নিয়ামাবলী

 

 

 

advertisement