পিতা-মাতার অনুগ্রহ
সন্তানের প্রতি পিতা-মাতার অনেক অনুগ্রহ। যথা :
# মা সান্তানকে নয়-দশ মাস গর্ভে ধারণ করেছেন এবং এ দীর্ঘ সময় কঠিন কষ্ট ভোগ করেছেন।
# মা সন্তানকে দুধ পান করিয়েছেন এবং সন্তানের পেশাব-পায়খানা নিজ হাতে পরিষ্কার করেছেন।
# পিতা সারাদিন কষ্ট করে উপার্জন করেছেন এবং সন্তানের সকল প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, কাপড়-চোপড়, ও ওষুধ-পত্র ইত্যাদি কিনে এনেছেন।
# সন্তানের সুস্বাস্থ্যের জন্য পিতা-মাতা সর্বদা চিন্তিত থেকেছেন।
# সন্তান অসুস্থ হলে পিতা-মাতা তার শিয়রে বিনিদ্র রজনী যাপন করেছেন।
# সন্তান পড়া-শোনার উপযুক্ত হওয়ার পর পিতা-মাতা মাদরাসায় ইল্ম শিক্ষা করার জন্য পাঠিয়েছেন। যাতে শিশুটি একজন খাঁটি আল্লাহর বান্দা এবং দেশের সৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
আল্লাহ তাআলা আমাদের পিতা-মাতাকে তেমন দয়া করুন, যেমন তারা আমাদের প্রতি দয়া করেছেন।