যিলহজ্ব ১৪২৭   ||   জানুয়ারি ২০০৭

একটি ভুল ধারণা
আযান ও ইকামতে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’-এর জবাবে কী বলবে

আযান ও ইকামাতের জবাব দেওয়া সুন্নত একথা সবাই জানে। মুয়াজ্জিন যে শব্দগুলো বলবে জবাবে সে শব্দগুলোই বলতে হয়। তবে হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ-এর জবাবে শ্রোতাগণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহবলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ-এর উত্তরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহই বলতে হয়। কিন্তু কিছু মানুষকে দেখা যায়, মুয়াজ্জিন যখন এই কালেমা উচ্চারণ করেন তখন তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলে থাকেন। তারা মনে করেন, এটি এ বাক্যের জবাব, অথচ এটা এই বাক্যের জবাব নয়। আযানের জবাব হল বাক্যটিই পূনরায় বলা। এরপর যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে।

 

 

advertisement