যিলকদ ১৪৪৩   ||   জুন ২০২২

একটি বানোয়াট কিসসা
মেরাজে নবীজী ইসরাফীল আ.-কে সালাম দিলে ইসরাফীলের উত্তর না দেয়া

এক বক্তাকে বলতে শোনা গেল, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে ইসরাফীল আ.-এর সঙ্গে দেখা করতে চাইলেন। জিবরীল আ. তাঁকে ইসরাফীলের কাছে নিয়ে গেলে দেখলেন বিশাল শিঙ্গা মুখে নিয়ে ইসরাফীল আ. আল্লাহর হুকুমের অপেক্ষায়। নবীজী ইসরাফীলকে সালাম দিলেন, ইসরাফীল সালামের উত্তরও দিলেন না, কোনো কথাও বললেন না। তখন নবীজী বললেন, কী ব্যাপার, আপনি সালামের উত্তরও দিচ্ছেন না, কোনো কথাও বলছেন না!

তখন ইসরাফীল আ. বললেন, আমি যদি আপনার সালামের উত্তর দিতে যাই আর এ মুহূর্তে আল্লাহ শিঙ্গায় ফুঁক দেওয়ার আদেশ দেন তাহলে আল্লাহর আদেশ পালন করতে আমার বিলম্ব হয়ে যাবে। (সালামের উত্তর দেওয়ার সময় পরিমাণ বিলম্ব হয়ে যাবে)

এরপর নবীজী তার কাছে নিজের পরিচয় তুলে ধরেন, আমি আখেরী নবী মুহাম্মাদ, আল্লাহর বন্ধু, আমাকে আল্লাহ তার কাছে মেহমান হিসেবে দাওয়াত দিয়েছেন, সুতরাং আপনি নিশ্চিত থাকুন, বন্ধুকে দাওয়াত দিয়ে এনে আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন না। একথা শুনে ইসরাফীল নিশ্চিন্ত হন...!

এটি একটি বানোয়াট কিসসা। কোনো নির্ভরযোগ্য সূত্রে তা পাওয়া যায় না। বিভিন্ন সহীহ হাদীসে মেরাজের বিস্তারিত বিবরণ এসেছে, কিন্তু কোথাও এজাতীয় কথা নেই।

আর এ ঘটনার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি, ইসরাফীল আ. স্বল্প সময়ে সালামের উত্তর দিচ্ছেন না, কিন্ত পরক্ষণেই এর চেয়ে বেশি সময় ব্যয় করে কারণ বাতলাচ্ছেন। এ কিসসা বাতিল ও বানোয়াট হওয়ার এটিও একটি দলীল।

 

 

advertisement