যিলকদ ১৪৪৩   ||   জুন ২০২২

কুরআনের প্রতি অবিচারের একটি দিক

মাওলানা ফজলুদ্দীন মিকদাদ

কুরআনের প্রতি অবিচারের একটি দিক

মাওলানা ফজলুদ্দীন মিকদাদ

 

সর্বশেষ আসমানী কিতাব আলকুরআন; যা সর্বশেষ রাসূলের ওপর অবতীর্ণ। কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য এই কুরআন হেদায়েতের মাধ্যম ও জীবনবিধান।

চৌদ্দ শ বছর ধরে দিকে দিকে ইসলাম যত ছড়িয়েছে, এর সঙ্গে কুরআনও সর্বত্র পৌঁছে গেছে। এই সহস্রাব্দ কাল ধরে কত লক্ষ কোটি মানুষ কুরআন তিলাওয়াত ও হিফয করেছে, এর কোনো হিসেব নেই। অমুসলিমরাও একথা স্বীকার করেছে, কুরআন সর্বাধিক পঠিত গ্রন্থ।

এ কুরআনের কত লক্ষ কোটি তিলাওয়াতকারী। কিন্তু তারপরও মহাগ্রন্থ আলকুরআন এক মজলুম গ্রন্থ। পৃথিবীর আনাচে-কানাচে প্রতিদিন এত এত কুরআন তিলাওয়াত করা হয়, প্রতিদিন কত শত মজলিস কুরআন কারীম তিলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়, কুরআনকে কেন্দ্র করেই কত মাহফিল হয়, সুসজ্জিত গিলাফে আবৃত করে কী পরম যতেœ কুরআন সংরক্ষণ করা হয়, তবুও এই কুরআন এক মজলুম গ্রন্থ।

বাহ্যিকভাবে কুরআনকে সবাই অনেক সম্মান ও মর্যাদা দিচ্ছে। কিন্তু কুরআন মোতাবেক আমল করার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজ আগ্রহে দিন-রাত কুরআন তিলাওয়াতকারী মুসলমান কুরআনের বিধিবিধানের ওপর আমল করতে আগ্রহী হচ্ছে না। কুরআনের আয়াত দিয়ে দলীল দানকারী মুসলমান কুরআনের আয়াতের ওপর আমল করছে না। মৃতদের প্রতি ঈসালে সওয়াবের জন্য খুব কুরআন তিলাওয়াত করা হচ্ছে, অথচ জীবদ্দশায় তাদের কুরআনের শিক্ষার ওপর আমল করার তাওফীক হচ্ছে না। 

কতজন নিজেদের ঘরে কিংবা প্রতিষ্ঠানে কুরআনের বিভিন্ন আয়াত লিখে টাঙিয়ে শোভা বাড়াচ্ছে, অথচ ওই আয়াতের বার্তার দিকে দৃষ্টি ফেরাচ্ছে না। এমন কত মানুষ কুরআনের আয়াত আওড়াচ্ছে, যার ওপর স্বয়ং কুরআনই অভিশাপ দেয়। কারণ তার আয় রোজগার হারাম, সে অন্যের হক নষ্ট করছে, সর্বক্ষেত্রে নিজ কুপ্রবৃত্তির অনুসরণ করছে, কুরআনের বিধানকে পাল্টে দিচ্ছে, মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহীর দিকে নিয়ে যাচ্ছে। কেউ কেউ তো কুরআনকে বিকৃত করে নিজেদের শয়তানীর পক্ষে দলীলও দিচ্ছে। এভাবে কুরআনের আয়াত আজ অনেক উচ্চারিত হচ্ছে; কিন্তু আমলের ক্ষেত্রে কুরআন কারীম পুরোপুরি মজলুম রয়ে যাচ্ছে।

কুরআন মজলুম হওয়ার একটি বড় দিক হল, কুরআনের তিলাওয়াত অনেক হচ্ছে, কিন্তু কুরআনের হালাল-হারামসহ অন্যান্য বিধিবিধানের ওপর আমল করার মানুষ কমে যাচ্ছে। খুব কম মুসলমানই নিজেদের জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়ন করছে। অথচ কুরআন নাযিল করা হয়েছে, যেন কিয়ামত পর্যন্ত মানুষ কুরআন থেকে হেদায়েত গ্রহণ করে এবং এর অনুসরণে জীবন যাপন করে।

কুরআন কারীম তিলাওয়াত ও একে সম্মান করা অবশ্যই অনেক বড় নেকীর কাজ, কিন্তু কুরআনের হেদায়েত বাস্তবায়ন এবং এর অনুসরণে জীবন যাপন করাই কুরআন নাযিলের আসল মাকসাদ। আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেছেন-

وَ هٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ فَاتَّبِعُوْهُ وَ اتَّقُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ.

এটা এক বরকতপূর্ণ কিতাব, যা আমি নাযিল করছি। সুতরাং এর অনুসরণ কর ও তাকওয়া অবলম্বন কর, যাতে তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হয়। -সূরা আনআম (৬) : ১৫৫।

আরও ইরশাদ করেছেন-

اِتَّبِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَ لَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ.

(হে মানুষ!) তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যে কিতাব নাযিল করা হয়েছে, তার অনুসরণ কর এবং নিজেদের প্রতিপালককে ছেড়ে অন্য (মনগড়া) অভিভাবকদের অনুসরণ করো না। -সূরা আরাফ (৭) : ৩

অন্যত্র ইরশাদ হয়েছে-

وَ اتَّبِعُوْۤا اَحْسَنَ مَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ  یَّاْتِیَكُمُ الْعَذَابُ بَغْتَةً  وَّ اَنْتُمْ  لَا تَشْعُرُوْنَ.

তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপর উত্তম যা-কিছু অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ কর তোমাদের কাছে অতর্কিতভাবে শাস্তি আসার আগে, এমনভাবে যে, তোমরা বুঝে ওঠারও সুযোগ পাবে না। -সূরা যুমার (৩৯) : ৫৫

এসকল আয়াতে আল্লাহ তাআলা আদেশবাচক  শব্দে কুরআনকে অনুসরণ করার কথা বলেছেন। এছাড়া আরও অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুরআন মানুষের জন্য আলোকবর্তিকা ও পথনির্দেশ, যারা এর অনুসরণে জীবন যাপন করবে তারাই হেদায়েতপ্রাপ্ত ও প্রকৃত সফলকাম। কুরআন কারীম এক্ষেত্রে আজ বড়ই মজলুম। মাহফিলে মজলিসে মুসলমানদের মুখে মুখে কুরআন খুব উচ্চারিত হচ্ছে, কিন্তু মুসলিম পরিবার ও সমাজে কুরআন জীবন্ত হয়ে উঠছে না। বড়ই আফসোস!

কুরআনের প্রতি জুলুমের আরেকটি বড় ক্ষেত্র হল, আজকাল এমন ব্যক্তিও কুরআন নিয়ে গবেষণা করছে, যে সহীহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে জানে না। কুরআনের বাংলা-ইংরেজি অনুবাদ বা কিয়দাংশ পড়েই বিভিন্ন আয়াতের মনগড়া ব্যাখ্যা করছে এবং তা নিয়ে তর্কবিতর্কে জড়িয়ে কুরআনকে বিকৃত করছে। কুরআনের ব্যাখ্যা বা কুরআন নিয়ে গবেষণা করার জন্য কী বিপুল পা-িত্যের দরকার, সেটা তাদের কল্পনায়ও নেই।

কুরআনের ব্যাখ্যা বা কুরআন নিয়ে গবেষণা করতে কেমন ইলম দরকার তা আর বিস্তারিত উল্লেখ করছি না। মাসিক আলকাউসারের ২০০৫-এর ফেব্রুয়ারি সংখ্যায় উস্তাযে মুহতারাম হযরত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব দামাত বারাকাতুহুম-এর গবেষণা : অধিকার ও নীতিমালাশীর্ষক প্রবন্ধটি দেখার অনুরোধ রইল।  

মোটকথা, কুরআনের হেদায়াত ও বিধিবিধানের ওপর আমল না করা কুরআন কারীমের প্রতি একটি বড় জুলুম। আল্লাহ তাআলা আমাদের জীবনে কুরআনের শিক্ষাকে জীবন্ত করার তাওফীক দান করুন। কুরআনের অনুসরণে জীবন গড়ার তাওফীক দান করুন।

 

 

advertisement