মাসিক আলকাউসার
শিক্ষার্থীদের পাতা’র সম্পাদক বরাবর একজন আলেমের চিঠি
তারিখ : ১৮-০৯-২০২০ ঈ.
আসসালামু আলাইকুম। হুযূর! আমাকে ক্ষমা করবেন।
আন্দোলনের সময় ইচ্ছে করেই ফেসবুক থেকে দূরে ছিলাম। এভাবে বেয়াদবি সহ্য করার ক্ষমতা আমার নেই। কিন্তু শহর থেকে গ্রাম, জামিআ থেকে মাদরাসা সবখানেই এই বেয়াদবির চর্চা। হুযূর! আমাদের বর্তমান ও আগামীর তলাবাদের কী হাল হবে?
এই ফেসবুক আমাদের শেষ করে দিল। এখানে কেবল ওয়াহাম, বদগুমানি আর বদযবানির চর্চা। কোনো উসূল নেই, শরীয়তের অনুসরণ নেই। নেতিবাচক কিছু লিখলেই তিনি জাতির নায়ক বনে যান।
হুযূর! আমি হতাশাবাদী না। আল্লাহ আমাকে রক্ষা করুন। কিন্তু এই যে উঠতি মাওলানা, যারা আগামীতে বিভিন্ন মসনদে আসীন হবে (যদি আল্লাহ চাহেন) তারা যেভাবে আমাদের বড়দের বিরুদ্ধে অশ্রাব্য ও অসভ্য ভাষায় গালি দিচ্ছে এটা যেমন সহ্য করা কষ্টকর তেমনি আমাদের সুয়ে আদবের পরিণতি নিয়েও শংকা হয়।
আমাদের ছাত্রদেরকে অনলাইন থেকে ফেরানোর কোন ব্যবস্থা কি করা যায় না? চিনে না, জানে না- এমন অজ্ঞাত ব্যক্তির কথায় ছাত্ররা ক্ষিপ্ত হয়ে যা খুশি তা করে যাচ্ছে। এই চর্চাটা থেকে গেলে আল্লাহ না করুন পরবর্তীতে বিপথগামী হয়ে আরো মারাত্মক কিছু করে বসতে পারে ছাত্ররা।