যিলকদ ১৪৪১   ||   জুলাই ২০২০

শব্দের ভুল ব্যবহার

একজন সাহাবা/সাহাবাগণ

সাহাবী (صَحَابِيّ) আরবী শব্দ। যিনি মুমিন অবস্থায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং মুমিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাকেই সাহাবী বলে। সাহাবী শব্দটি একবচন। এর বহুবচন হল, সাহাবা (صَحَابَة)

বাংলাভাষাভাষী কিছু মানুষকে দেখা যায়, তারা একবচন (সাহাবী)-এর স্থানে বহুবচন (সাহাবা) শব্দটি ব্যবহার করেন। যেমন বলতে শোনা যায়, ‘একজন সাহাবাসঠিক হল, ‘একজন সাহাবীতেমনি কেউ কেউ বলে, ‘সাহাবাগণঅর্থাৎ বহুবচন শব্দে বাংলায় গণঅব্যয় যোগ করে বহুবচন বানাতে চান। কিন্ত এটা ভুল। বহুবচন-এর জন্য গণঅব্যয় যোগ করতে হয় একবচনের শেষে। অর্থাৎ বলতে হবে, ‘সাহাবীগণ’, ‘সাহাবাগণবলা ভুল।

মোটকথা, ‘একজন সাহাবাবলা ভুল, বলতে হবে, ‘একজন সাহাবীতেমনি সাহাবাগণবলাও ভুল, বলতে হবে, ‘সাহাবীগণ

 

 

advertisement