মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা
নতুন ভর্তি-সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
بسم الله الرحمن الرحيم
এতদ্বারা ১৪৪১-১৪৪২ হিজরী শিক্ষাবর্ষে তাখাসসুসে ভর্তিচ্ছু ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকায় নিম্নোক্ত বিভাগগুলোতে নতুন তালিবে ইলমদের ভর্তির সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
ক. আততাখাসসুস ফী উলূমিল হাদীসিশ শরীফ
খ. আততাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা
গ. কিসমুত তাদরীব ফিদ দাওয়াহ ওয়া আদাবিহা
ঘ. কিসমুদ দিরাসাত লি-আকীদাতি খাতমিন নুবুওয়াহ
বর্তমান পরিস্থিতির কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির জন্য নিম্নোক্ত কার্যক্রম অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে :
১) ১০ শাওয়াল বুধবার হতে ১২ শাওয়াল জুমাবার পর্যন্ত নিম্নোক্ত যেকোনো একটি নম্বরে ফোন করে ভর্তির আবেদন নিবন্ধন করতে হবে।
ক) ০১৭২২-৮১৬৮৮৫
খ) ০১৮৪২-০২১৫৪৩
গ) ০১৭৪৩-৭৪৭৩১৮
ফোন করার সময় : সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
২) ভর্তির আবেদন নিবন্ধন করার জন্য নি¤েœাক্ত তথ্যাদি জানানোর প্রয়োজন হবে।
ক. নাম
খ. পিতার নাম
গ. ঠিকানা
ঘ. বর্তমান অবস্থান
ঙ. দাওরায়ে হাদীস কোথায় পড়েছেন
চ. যারা ইতিমধ্যে হাইআর পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের দাওরার ফলাফল
ছ. যারা হাইআর পরীক্ষার্থী তাদের জন্য মিশকাত জামাতের সালানা ইমতিহান এবং দাওরায়ে হাদীসের ছেমাহী/শশমাহী ইমতিহানের নম্বরপত্র
জ. আপনাকে সহজে পাওয়া যায় এমন একটি ফোন নম্বর
ঝ. কোন বিভাগে দাখেলা নিতে চান।
নিবন্ধনের পর কাছাকাছি সময়ে আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে।
ভর্তি পরীক্ষার জন্য আসার সময় যা সঙ্গে আনবেন :
ক. জাতীয় পরিচয়পত্র (না থাকলে জন্ম নিবন্ধন)
খ. উপরোল্লিখিত নম্বরপত্রের মূলকপি
৩) স্বাস্থ্যবিধি মেনে আসবেন।
যাতায়াত :
মারকাযের প্রধান প্রাঙ্গণ
১. গাবতলী থেকে সাভারের দিকে যেতে হেমায়েতপুর নেমে সিএনজিতে বৌনাকান্দি চকের ভেতর মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা।
সিএনজি/গাড়ি নিয়ে সরাসরি মারকাযুদ দাওয়াহ্য় আসতে চাইলে কুরাইশ নগর পাকা মসজিদের উত্তর পাশ দিয়ে পশ্চিমে এসে মারকাযের দক্ষিণ দিক থেকে প্রবেশ করতে হবে।
২. কদমতলী জিঞ্জিরা অথবা বসিলা মোহাম্মাদপুর থেকে কলাতিয়া হয়ে আলীপুর ইটাভাড়া ব্রিজ। ওখান থেকে বৌনাকান্দি চকের ভেতর মারকাযুদ দাওয়াহ ইসলামিয়া।