একটি নামের ভুল উচ্চারণ
ইবনুল কাইয়ূম
অনেকেই সীরাত বিষয়ক প্রসিদ্ধ কিতাব ‘যাদুল মাআদ’-এর নাম শুনে থাকবেন। এর লেখক হলেন, ইবনুল কায়্যিম রাহ.।
তাঁর নাম, মুহাম্মাদ ইবনে আবু বকর। উপাধী, শামসুদ্দীন। (সংক্ষেপে) ইবনুল কায়্যিম নামেই তিনি প্রসিদ্ধ। তিনি ৬৯১ হিজরীতে জন্মগ্রহণ করেন এবং তাঁর ইন্তেকাল হয় ৭৫১ হিজরীতে।
তাঁর পিতা দামেস্কের ‘আলমাদরাসাতুল জাওযিয়্যাহ’-এর কায়্যিম (তত্ত্বাবধায়ক, দায়িত্বশীল) ছিলেন। একারণে তাঁকে ‘কায়্যিমুল জাওযিয়্যাহ’ (জাওযিয়্যাহ মাদরাসার কায়্যিম বা তত্ত্বাবধায়ক) বলা হত। সে হিসেবে তাঁর সন্তানকে ‘ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ’ (কায়্যিমুল জাওযিয়্যাহ্র ছেলে, জাওযিয়্যাহ মাদরাসার তত্ত্বাবধায়কের ছেলে) বলা হয়। সংক্ষেপে বলা হয়- ইবনুল কায়্যিম।
কিন্তু কিছু মানুষকে দেখা যায়, তারা ‘ইবনুল কায়্যিম’-এর স্থলে ‘ইবনুল কাইয়ূম’ বলেন। কায়্যিম অর্থ তত্ত্বাবধায়ক, দায়িত্বশীল- সে হিসেবে ইবনুল কায়্যিম বলা হয়; অর্থাৎ তত্ত্বাবধায়কের ছেলে। পক্ষান্তরে কাইয়ূম হল আল্লাহ তাআলার গুণবাচক নাম (অর্থ- সকল সৃষ্টির নিয়ন্ত্রক, সর্ব সত্তার ধারক)। আল্লাহ্র নামের সাথে ‘ইব্ন’ (সন্তান) শব্দ যুক্ত করে বলা যায় না; সুতরাং ইবনুল কাইয়ূম কারো নামই হতে পারে না। এভাবে বলা অনেক বড় ভুল। কাইয়ূম শব্দের সাথে ‘আবদ’ শব্দ যুক্ত করে নাম রাখতে হয়- আব্দুল কাইয়ূম (কাইয়ূমের বান্দা)।
যাহোক, আলোচ্য শব্দটির সঠিক উচ্চারণ হল, ‘ইবনুল কায়্যিম’। ‘ইবনুল কাইয়ূম’ বলা ভুল।