রজব ১৪৪১   ||   মার্চ ২০২০

এটি কি কারো নাম হতে পারে?

সাবেরীন

কোনো কোনো মানুষকে দেখা যায়, তারা নিজ মেয়ের নাম রেখে দেন- সাবেরীন বা সাবিরীন। এভাবে কারো নাম রাখা যায় না এবং এ শব্দ পুরুষ বা নারী কারোরই নাম হতে পারে না।

সম্ভবত কুরআনের আয়াতাংশ-  اِنَّ اللهَ مَعَ الصّٰبِرِیْنَ (নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।) এ আয়াতের صَابِرِيْن (সাবিরীন) শব্দ এবং এর সুন্দর অর্থ শুনে নামটি রাখা হয়েছে। কিন্তু কোনো আলেমকে জিজ্ঞাসা করা হয়নি- এটি নাম হতে পারে কি না। বা মেয়েদের নাম হতে পারে কি না।

সাবিরীন অর্থ ‘ধৈর্যশীল পুরুষগণ’। এখন আমরাই চিন্তা করি, ‘ধৈর্যশীল পুরুষগণ’ কি কারো নাম হতে পারে? তারপর আবার মেয়েদের নাম!

সাবিরূন বা সাবিরীন শব্দ হল, বহুবচন। একবচন হল, ‘সাবির’। এর অর্থ ধৈর্যশীল।

এখন এ শব্দ দ্বারা (‘ধৈর্যশীল নারী’ অর্থে) মেয়েদের নাম রাখতে হলে রাখতে হবে- সাবিরা ( صَابِرَة ) আর ছেলেদের নাম রাখতে হলে রাখতে হবে সাবির (صَابِر); কিন্তু সাবিরীন বা সাবিরুন শব্দটি ছেলে বা মেয়ে কারো নামই হতে পারে না।

 

 

advertisement