এটি কি নাম হতে পারে?
আলফে সানী
কোনো কোনো মানুষকে দেখা যায় তারা সন্তানের নাম রাখেন- আলফে সানী। কিন্তু এটি কারো নাম হতে পারে না। কারণ, আলফে সানী অর্থ, দ্বিতীয় সহস্রাব্দ। এখন আমরাই ভেবে দেখি, এটি কি কারো নাম হতে পারে?
আসলে বিপত্তিটা ঘটেছে এভাবে- এ উপমহাদেশের একজন মহান মনীষী হলেন, শায়েখ আহমাদ সেরহিন্দী রাহ. (জন্ম ৯৭১হি.-মৃত্যু ১০৩৪হি.)। হিজরী দ্বিতীয় সহ¯্রাব্দে তাঁর মহান তাজদীদ তথা দ্বীনী সংস্কারের কারণে তাঁকে ‘মুজাদ্দিদে আলফে সানী’ বলা হয়। অর্থাৎ দ্বিতীয় সহ¯্রাব্দের মুজাদ্দিদ বা সংস্কারক। এটি তাঁর উপাধী। ফলে মানুষ তাঁকে মুজাদ্দিদে আলফে সানী বলে স্মরণ করে এবং তাঁর নামের চেয়ে তাঁর উপাধিটিই বেশি প্রসিদ্ধ।
এখন আলেম নন এমন কেউ হয়ত মনে করেছেন- এটি তাঁর নাম। আর এটি যেহেতু একজন বড় বুযুর্গ মনীষীর নাম, তাই সে হিসেবে সন্তানের নাম রেখে দিয়েছেন- আলফে সানী।
যদি তিনি নাম রাখার আগে কোনো আলেমের সাথে কথা বলে নিতেন তাহলে হয়ত এ বিপত্তি ঘটত না। সুতরাং আমরা নাম রাখার আগে আলেম থেকে জেনে নিব- আমার পছন্দের শব্দটি নাম হতে পারে কি না। আর নাম হলে কীভাবে হবে