জুমাদাল উলা ১৪৪১   ||   জানুয়ারি ২০২০

একটি ভুল নাম

মানতাশা

আমাদের সমাজে যাচাই-বাছাই ছাড়াই শুনে ভালো লাগার ভিত্তিতে সন্তানের নাম রাখার প্রবণতা লক্ষ্য করা যায়। কুরআনের কোনো আয়াতের কোনো শব্দ ভালো লাগল- তো কোনো আলেমকে জিজ্ঞাসা করা ছাড়াই নিজের ভালো লাগার ভিত্তিতে সন্তানের নাম রেখে দেওয়া হয়। পরবর্তীতে তা নিয়ে বিপাকে পড়তে হয়। তেমনই একটি নাম হল- মানতাশা। কুরআনের বেশ কয়েকটি আয়াতের মধ্যে এই শব্দদ্বয় রয়েছে। তার মধ্যে একটি হল, সূরা আলে ইমরানের ২৬ নং আয়াত-

قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِی الْمُلْكَ مَنْ تَشَآءُ وَ تَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ  ...

এই আয়াতের مَنْ تَشَآءُ শব্দ শুনে হয়ত ভালো লেগেছে; তো সন্তানের নাম রেখে দিয়েছে। مَنْ تَشَآءُ অর্থ হল, ‘(আল্লাহ!) তুমি যার ব্যাপারে ইচ্ছা কর’। এখন একটু ভেবে দেখি, এটি কি কারো নাম হতে পারে?

সুতরাং নাম রাখার ক্ষেত্রে কোনো শব্দ পছন্দ হলে আলেমের কাছ থেকে আগে জেনে নেব- সেটা নাম হতে পারে কি না। আল্লাহ আমাদের সকল বিষয়ে সচেতন হওয়ার তাওফীক দান করুন।

 

 

advertisement