শাওয়াল ১৪৪০   ||   জুন ২০১৯

একটি ভুল আমল

কাতার ঠিক হওয়ার আগেই নিয়ত বেঁধে ফেলা

কখনো কখনো এমন হয় যে, জামাত শুরু হয়ে গেছে কিন্তু এখনো কাতার ঠিক হয়নি। বিশেষ করে জুমার দিন বা হাট-বাজারে মসজিদে পিছনের কাতারের ক্ষেত্রে এমনটি ঘটে থাকে। এসময় কোনো কোনো মানুষকে দেখা যায়, সকলে কাতারে মিলে মিলে দাঁড়ানোর আগেই নিয়ত বেঁধে ফেলে। ফলে কাতারের মাঝে ফাঁকা থেকে যায়। এমনটি কাম্য নয়। সুতরাং সকলে সুন্দরমত মিলে মিলে কাতারে দাঁড়ানোর আগে নিয়ত বাঁধব না।

 

 

advertisement