জুমাদাল আখিরাহ-রজব ১৪৪০   ||   মার্চ ২০১৯

দুআর ভুবন

মুহিউদ্দিন ফারুকী

নামায শেষের দুআ-যিকির

নামাযের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যিকির-আযকার ও দুআ পড়তেন। নামায শেষে সেই দুআ ও যিকিরসমূহ পড়া সুন্নত। তাই গুরুত্বের সাথে নামায শেষের দুআ ও যিকিরসমূহ মুখস্থ করে নাও।

গত সংখ্যায় আমরা নামায শেষের কয়েকটি আমল শিখেছি-

নামায শেষে সালাম ফিরিয়েই সর্বপ্রথম তিন বার أَسْتَغْفِرُ اللهَ বলবে। তারপর এই দুআ-

اللهُم أَنْتَ السّلاَمُ، وَمِنْكَ السّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الجَلاَلِ وَالإِكْرَامِ.

তারপর আয়াতুল কুরসি পড়বে।

এ সংখ্যায় আমরা আরো কিছু দুআ-আমল শিখব।

এরপর ৩৩ বার سُبْحَانَ اللهِ (সুবহানাল্লাহ), ৩৩ বার  الْحَمْدُ لِلهِ (আলহামদু লিল্লাহ), ৩৪ বার اللهُ أَكْبَرُ (আল্লাহু আকবার) বলবে। (জামে তিরমিযী, হাদীস ৩৪১২)

এরপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পড়বে।

এগুলোকে একসাথে مُعَوِّذَات (মুআওউয়িযাত) বলে। এগুলো সব নামাযের শেষে একবার করে, তবে ফজর ও মাগরিব নামাযের পর তিনবার করে পড়বে। (দ্র. সুনানে নাসায়ী, হাদীস ১৩৩৬; জামে তিরমিযী, হাদীস ৩৫৭৫

 

 

advertisement