যিলকদ ১৪৩৯   ||   আগস্ট ২০১৮

একটি ভুল মাসআলা

তিন আয়াত পরিমাণ পড়ার পর কেরাতে নামায ফাসেদ হওয়ার মত ভুল হলেও কি নামায হয়ে যাবে?

কিছু মানুষের ধারণা, নামাযে তিন আয়াত পরিমাণ পড়ার পর যদি কেরাতে নামায ফাসেদ হয়ে যাওয়ার মত কোনো ভুল হয় তাহলে কোনো সমস্যা নেই; নামায হয়ে যাবে। তারা মনে করে, তিন আয়াত পরিমাণ পড়ার কারণে তো কেরাতের ফরয আদায় হয়েই গেছে। তাই এরপর ভুল হলেও সমস্যা নেই।

এটি একটি ভুল মাসআলা। কেরাতে এমন ভুল তিন আয়াত পরিমাণ পড়ার আগে হোক বা পরে, সব ক্ষেত্রে হুকুম একই; নামায ফাসেদ হওয়ার মত ভুল হলে নামায ফাসেদ হয়ে যাবে।

হাঁ, যে রাকাতে এমন ভুল হয়েছে, সেই রাকাতেই যদি ওই ভুল শুধরিয়ে নেওয়া হয় তাহলে নামায সহীহ হয়ে যাবে।

 

 

advertisement