রজব ১৪৩৯   ||   এপ্রিল ২০১৮

সংশোধনী

হাদীস শরীফে আকীকার বিষয়ে এসেছে-

تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِه وَيُحْلَقُ وَيُسَمى.

নবজাতকের পক্ষ থেকে সপ্তম দিনে জবেহ করা হবে, চুল মুণ্ডানো হবে এবং নাম রাখা হবে। -সুনানে আবু দাউদ, হাদীস ২৮৩৮; সুনানে নাসায়ী, হাদীস ৪২২০; মুসনাদে আহমাদ, হাদীস ২০০৮৩

এটিই সুন্নাহ যে, এ কাজগুলো সপ্তম দিনে করা হবে। কিন্তু প্রচলিত ভুল কিতাবে (২য় সংস্করণ, পৃ. ৫২) ভুলক্রমে ‘সপ্তম দিনে’-এর স্থলে ‘সাতদিন পর’ কথাটা এসে গেছে। সেখানে এসেছে- ‘সন্তান জন্মের সাতদিন পর আকীকা করা সুন্নত...’ বাক্যটি হবে এরকম- ‘সন্তান জন্মের সপ্তম দিনে আকীকা করা সুন্নত...’। এ অনাকাক্সিক্ষত ভুলের জন্য আমরা দুঃখিত। পাঠকবর্গকে নিজ নিজ কপি সংশোধন করে নেওয়ার অনুরোধ করা যাচ্ছে।

যে ভাই ফোন করে আমাদেরকে এ বিষয়ে অবগত করেছেন তাঁকে-

جزاك الله خيرا.

 

 

 

advertisement