শাওয়াল ১৪৩০   ||   অক্টোবর ২০০৯

মাসিক আলকাউসারকে মুবারকবাদ

হাফেয আবদুল খালেক

মাসিক আলকাউসার-এর আগস্ট-সেপ্টেম্বর ’০৯ সংখ্যায় দোররা, ফতোয়া, সালিশ ইত্যাদি বিষয়ে মুহতারাম মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেবের সাক্ষাতকার পড়ে অনেক উপকৃত হয়েছি। দুর্ভাগ্যজনক বিষয় যে, একটি মুসলিম সমাজের জন্য, ইসলামের শিক্ষা প্রচারের জন্য ফতোয়ার গুরুত্ব কত বেশি এটা অনেকেই জানে না। এজন্য কোনো সালিশ-বিচারে দোররা মারার কোনো ঘটনা ঘটলেই ফতোয়ার বিরুদ্ধে লেখালেখি শুরু হয় দেদারসে। ভাবখানা এমন থাকে যে, তারা ফতোয়া বিষয়ে কম জানে না। অথচ মূর্খতাবশত ফতোয়ার বিরোধিতা করতে গিয়ে এসব লোক ইসলামের বিরোধিতাতেই লিপ্ত হয়। মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব এ বিষয়ে বিভ্রানি- দূর করে দিয়েছেন। ফতোয়া কোনো বিচার নয়। ভুল ফতোয়া অথবা গ্রাম সালিশের ভুল বিচারের জন্য ফতোয়াকে দায়ী করা মারাত্মক অন্যায় কাজ। আমরা এমন একটি সাক্ষাৎকার উপহার দেওয়ার জন্য মাসিক আলকাউসার কর্তৃপক্ষ এবং হযরত মাওলানা আবদুল মালেক ছাহেবকে মুবারকবাদ জানাই।

 

advertisement