জুমাদাল আখিরাহ ১৪৩৮   ||   মার্চ ২০১৭

ভর্তিচ্ছুগণ লক্ষ করুন

মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা

দাখেলা ইমতিহানের তারিখ ও স্থান

[১৪৩৮-১৪৩৯ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফরম মারকাযুদ দাওয়াহর প্রধান দফতর পল্লবী এবং প্রধান প্রাঙ্গণ হযরতপুর উভয় স্থান থেকেই সংগ্রহ করা যাবে। কিন্তু তিন বিভাগেরই ভর্তি পরীক্ষা মারকাযের হযরতপুর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।]

 

১. ফরম সংগ্রহ : ৪ শাওয়াল

উলূমুল হাদীস এবং ইফতা বিভাগের ফরম ৪ শাওয়াল সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বিতরণ করা হবে। মাহাদুদ দাওয়াহর ফরম ৪ শাওয়াল থেকে ৫ শাওয়াল সন্ধ্যা পর্যন্ত সংগ্রহ করা যাবে।

২. ভর্তি পরীক্ষার তারিখ

উলূমুল হাদীস ও ইফতা বিভাগ :

লিখিত : ৫ শাওয়াল সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত।

মৌখিক : ৬ শাওয়াল।

মাহাদুদ দাওয়াহ :

লিখিত: ৬ শাওয়াল সকাল ৯টা থেকে ১টা।

মৌখিক : ৭ শাওয়াল।

 

৩. পরীক্ষার বিষয় :

উলূমুল হাদীস বিভাগ :

লিখিত : ফাতহুল বারী প্রথম খণ্ড এবং উমদাতুল কারী প্রথম খণ্ড।

মৌখিক : যে কোনো বিষয়, যে কোনো কিতাব।

ইফতা বিভাগ :

লিখিত : ফাতহুল কাদীর (কিতাবুল বুয়ূ থেকে কিতাবুল ইজারার শেষ পর্যন্ত)।

মৌখিক : যে কোনো বিষয়, যে কোনো কিতাব।

মাহাদুদ দাওয়াহ :

লিখিত : সহীহ বুখারী (২য় খণ্ড) ও তাফসীরে ইবনে কাছীর [সূরা ফাতিহা থেকে সূরা আলে ইমরান )তিন সূরা)]

মৌখিক : যে কোনো বিষয়, যে কোনো কিতাব।

ভর্তি পরীক্ষার স্থান :

আগামী শিক্ষাবর্ষে সকল বিভাগের ভর্তি পরীক্ষা মারকাযের প্রধান প্রাঙ্গণ হযরতপুরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তবে ভর্তি ফরম মারকাযের প্রধান দফতর পল্লবী এবং প্রধান প্রাঙ্গণ হযরতপুর উভয় স্থান থেকে সংগ্রহ করা যাবে।

 

যাতায়াতের ঠিকানা

মারকাযের প্রধান প্রাঙ্গণ :

১. (গাবতলী থেকে সাভারের দিকে যেতে) হেমায়েতপুর নেমে সিএনজিতে বৌনাকান্দি চকের ভেতর মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া। কাঁচা রাস্তার মাথায় নেমে চকের মাঝ দিয়ে একটু হেঁটে যেতে হবে।

সিএনজি/গাড়ি নিয়ে সরাসরি মারকাযে আসতে চাইলে কুরাইশ নগর পাকা মসজিদের উত্তর পাশ দিয়ে পশ্চিমে এসে  মারকাযের দক্ষিণ দিক থেকে প্রবেশ করতে হবে।

২. কদমতলী জিঞ্জিরা অথবা বসিলা মোহাম্মাদপুর থেকে কলাতিয়া হয়ে আলীপুর ইটাভাড়া ব্রিজ। ওখান থেকে বৌনাকান্দি চকের ভেতর মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া।

(বি. দ্র. হযরতপুর বাজার মারকাযুদ দাওয়াহ থেকে দক্ষিণ দিকে আনুমানিক দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত। মারকাযে আসতে হযরতপুর যেতে হবে না।)

মারাকাযের প্রধান দফতর মিরপুর :

মিরপুর ১২ নাম্বার স্ট্যান্ডে নেমে পশ্চিমে পল্লবী ঝিলপাড় মসজিদের কাছে। বাসা নাম্বার ৩০/১২ পল্লবী।

 

 

advertisement